Kazi Nazrul Islam biopic: বাংলায় প্রথমবার কাজী নজরুল ইসলামের বায়োপিক, বিদ্রোহী কবির চরিত্রে কে?
- Published by:Ratnadeep Ray
- Reported by:Manash Basak
Last Updated:
Kazi Nazrul Islam biopic: বাংলায় প্রথম বার হতে চলেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ। পরিচালনায় দ্বায়িত্বে রয়েছেন পরিচালক আব্দুল আলিম।
কলকাতা: বাংলায় প্রথম বার হতে চলেছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বায়োপিক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা কিঞ্জল নন্দ। পরিচালনায় দায়িত্বে রয়েছেন পরিচালক আব্দুল আলিম। ছবিতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত তুলে ধরা হবে। নজরুলের এই বায়োপিকে থাকছে আরও চমক। অন্যান্য চরিত্রে থাকবে খ্যাতনামী অভিনেতারা।
অভিনেতা কিঞ্জল নন্দ জানান, এ বছরই শীতকালে এই ছবির শ্যুটিং শুরু হবে। ছবিতে অনেকটা ‘প্রস্থেটিক’ মেকআপের বিষয় রয়েছে। বহু ঐতিহাসিক চরিত্র এই ছবিতে জীবন্ত হয়ে উঠবে। পর্দায় কবি কাজী নজরুল ইসলামের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য বর্তমানে নজরুল ইসলাম সম্পর্কে পড়াশোনা করছেন অভিনেতা কিঞ্জল।
advertisement
advertisement
বাংলা এবং বাংলার বাইরে ছবির শ্যুটিং হবে। ছবির চিত্রনাট্য লিখছেন সৌগত বসু। বর্তমানে স্ক্রিপ্ট প্রায় শেষ। এখনও চলছে কাজী নজরুল ইসলামের জীবনের নানান গবেষণা। সঙ্গীত পরিচালনার জন্য কথা চলছে জয় সরকারের সঙ্গে। ছবির সম্পাদনা করবেন অর্ঘকমল মিত্র।
পরিচালক আব্দুল আলিম জানান “এই ছবিটি নিয়ে আমরা শ্যুটিংয়ে খুব তাড়াহুড়ো করতে চাই না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনের সবটাই তুলে ধরা হবে এই ছবিতে৷ আমরা প্রতিটি দিক নিখুঁত ভাবে গবেষণা করছি।”
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2024 10:49 PM IST