Pradhan and Kabuliwala: ‘ডাঙ্কি’-ঝড়েও অটল দেব-মিঠুন, ‘প্রধান’ না ‘কাবুলিওয়ালা’, কে এগিয়ে? টলি বক্স অফিসের হাল
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Pradhan and Kabuliwala: ‘প্রধান’-এর মোট ৯টা শো হাউজফুল ছিল, এবং ৪৮টি শো প্রায় হাউজফুল ছিল। অন্যদিকে ‘কাবুলিওয়ালা’র ৫টি শো হাউজফুল ছিল, এবং ৩৮টি শো প্রায় হাউজফুল ছিল।
কলকাতা: একই দিনে মুক্তি দুই ছবির। বড়দিনের আগেই বাংলার প্রেক্ষাগৃহে এল দুই সুপারস্টারের ছবি। দেবের ‘প্রধান’ এবং মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’। গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়ে শনিবার, সপ্তাহান্তে সেই দু’টি ছবির ব্যবসা কেমন? বক্স অফিসের হাঁড়ির খবর দিল টলি বাংলা বক্স অফিস। গত ২৪ ঘণ্টায় বক্স অফিস কালেকশনের পাশাপাশি রবিবার প্রেক্ষাগৃহগুলিতে কেমন ভিড় হয়েছিল, সে সব খবর প্রকাশ্যে এল।
advertisement
আজ, রবিবার একাধিক হল ভর্তি করে দর্শক এই দুটি বাংলা ছবি দেখেছেন। শাহরুখের ‘ডাংকি’র দাপটের মধ্যেও যে বাংলা ছবির জনপ্রিয়তা কমেনি, এর থেকে ভাল খবর আর কীই বা হতে পারে। ‘প্রধান’-এর মোট ৯টা শো হাউজফুল ছিল, এবং ৪৮টি শো প্রায় হাউজফুল ছিল। অন্যদিকে ‘কাবুলিওয়ালা’র ৫টি শো হাউজফুল ছিল, এবং ৩৮টি শো প্রায় হাউজফুল ছিল। এই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে ‘বুক মাই শো’-এর সাইট থেকে।
advertisement
তবে শনিবারের হিসেব অনুযায়ী, মিঠুনের থেকে দেব এগিয়ে রয়েছেন বেশ খানিকটা। বুক মাই শো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ‘প্রধান’-এর ১০.১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে এবং ‘কাবুলিওয়ালা’র ৬.১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। যেই তথ্যে আপ্লুত দেবের ভক্তরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 24, 2023 10:47 PM IST