Pradhan and Kabuliwala: ‘ডাঙ্কি’-ঝড়েও অটল দেব-মিঠুন, ‘প্রধান’ না ‘কাবুলিওয়ালা’, কে এগিয়ে? টলি বক্স অফিসের হাল

Last Updated:

Pradhan and Kabuliwala: ‘প্রধান’-এর মোট ৯টা শো হাউজফুল ছিল, এবং ৪৮টি শো প্রায় হাউজফুল ছিল। অন্যদিকে ‘কাবুলিওয়ালা’র ৫টি শো হাউজফুল ছিল, এবং ৩৮টি শো প্রায় হাউজফুল ছিল।

‘ডাঙ্কি’-ঝড়েও অটল দেব-মিঠুন, ‘প্রধান’ না ‘কাবুলিওয়ালা’, কে এগিয়ে? টলি বক্স অফিসের হাল
‘ডাঙ্কি’-ঝড়েও অটল দেব-মিঠুন, ‘প্রধান’ না ‘কাবুলিওয়ালা’, কে এগিয়ে? টলি বক্স অফিসের হাল
কলকাতা: একই দিনে মুক্তি দুই ছবির। বড়দিনের আগেই বাংলার প্রেক্ষাগৃহে এল দুই সুপারস্টারের ছবি। দেবের ‘প্রধান’ এবং মিঠুন চক্রবর্তীর ‘কাবুলিওয়ালা’। গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়ে শনিবার, সপ্তাহান্তে সেই দু’টি ছবির ব্যবসা কেমন? বক্স অফিসের হাঁড়ির খবর দিল টলি বাংলা বক্স অফিস। গত ২৪ ঘণ্টায় বক্স অফিস কালেকশনের পাশাপাশি রবিবার প্রেক্ষাগৃহগুলিতে কেমন ভিড় হয়েছিল, সে সব খবর প্রকাশ্যে এল।
advertisement
আজ, রবিবার একাধিক হল ভর্তি করে দর্শক এই দুটি বাংলা ছবি দেখেছেন। শাহরুখের ‘ডাংকি’র দাপটের মধ্যেও যে বাংলা ছবির জনপ্রিয়তা কমেনি, এর থেকে ভাল খবর আর কীই বা হতে পারে। ‘প্রধান’-এর মোট ৯টা শো হাউজফুল ছিল, এবং ৪৮টি শো প্রায় হাউজফুল ছিল। অন্যদিকে ‘কাবুলিওয়ালা’র ৫টি শো হাউজফুল ছিল, এবং ৩৮টি শো প্রায় হাউজফুল ছিল। এই সমস্ত তথ্য পাওয়া গিয়েছে ‘বুক মাই শো’-এর সাইট থেকে।
advertisement
তবে শনিবারের হিসেব অনুযায়ী, মিঠুনের থেকে দেব এগিয়ে রয়েছেন বেশ খানিকটা। বুক মাই শো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় ‘প্রধান’-এর ১০.১৬ হাজার টিকিট বিক্রি হয়েছে এবং ‘কাবুলিওয়ালা’র ৬.১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। যেই তথ্যে আপ্লুত দেবের ভক্তরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Pradhan and Kabuliwala: ‘ডাঙ্কি’-ঝড়েও অটল দেব-মিঠুন, ‘প্রধান’ না ‘কাবুলিওয়ালা’, কে এগিয়ে? টলি বক্স অফিসের হাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement