'চোখ তো নয়, কল...' ঝরঝর করে কাঁদছেন সোহিনী! বিয়ের পরেই এ কী হাল অভিনেত্রীর?
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Actress Sohini Sarkar: হাউ হাউ করে কেঁদে চলেছেন সোহিনী সরকার। নিজেই জানালেন, চোখ নয়, কলের মতো জল পড়ছে। কিন্তু কেন? সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। এ কী কাণ্ড!
কলকাতা: সদ্য বিয়ে হয়েছে। চুটিয়ে সংসার করছেন। সামনে মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত নতুন ছবি ‘অমর সঙ্গী’। এর মাঝে এমন কী ঘটল? চোখে জলের ধারা বাঁধ মানছে না। হাউ হাউ করে কেঁদে চলেছেন সোহিনী সরকার। নিজেই জানালেন, চোখ নয়, কলের মতো জল পড়ছে। কিন্তু কেন? সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। এ কী কাণ্ড! উদ্বেগ প্রকাশ করলেন ভক্তরা।
আরও পড়ুন- থ্যাবড়া না লম্বা? আঙুলের নখই বলে দেবে আপনি ‘কেমন’ মানুষ! মিলিয়ে নিন ব্যক্তিত্বের ধরন
চলতি বছর জুলাই মাসে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চার হাত এক হয়েছে সোহিনীর। তারপর কেটে গিয়েছে অনেকগুলো মাস। বিনোদন জগত, বাইরের সমস্ত কাজ করেও সংসার বেশ ভাল ভাবেই সামাল দিচ্ছেন অভিনেত্রী। মাঝে মাঝেই তার কিছু ঝলক দেখা যায় সমাজমাধ্যমের পাতায়। কিছুদিন আগেই নায়িকা শেয়ার করে নিয়েছিলেন তিনি সেজেগুজে বিয়ে বাড়ি যাবেন বলে তৈরি, সেই সময় বাড়িতে হঠাৎ অতিথি আসায় তাঁকে তড়িঘড়ি রান্নাঘরে ছুটতে হয়েছে। আর এবার দেখা গেল রান্নাঘরেই বসে কাঁদছেন অভিনেত্রী। নিজেই রবিবার স্যোশাল মিডিয়ায় তাঁর কান্নার ভিডিয়ো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন সোহিনী।
advertisement
https://www.facebook.com/reel/1109484850346380
advertisement
কিন্তু তাঁর এই কান্নার কারণ কী জানেন? আসলে পেঁয়াজ কাটতে গিয়েই তাঁর এই হাল। ভিডিয়য়ো দেখা গিয়েছে পেঁয়াজ কাটতে কাটতে অভিনেত্রী বলছেন, ‘বাবা রে, মা গো, ভগবান। কল মনে হচ্ছে। আমার চোখ নয়, কল।’

অভিনেত্রীর এই ভিডিয়ো নেটিজেনরা নানা কমেন্টে ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ বেশ খোঁচাও দিয়েছেন তাঁকে। একজন লিখেছেন, ‘একদিন করলে এই রকমই হয়। রোজদিন করলে হবে না।’ আর একজন লেখেন, ‘তোমার বর কে বলো, ভিডিয়ো না করে একটু সাহায্য করে দিতে।’ আর একজন মজা করে লিখেছেন, ‘বাইকের হেলমেট পরে পেঁয়াজ কাটুন।’ আবার কেউ কেউ তাঁকে পরামর্শও দিয়েছেন। একজন লেখেন, ‘পেঁয়াজ কাটার আগে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখবেন, এই প্রবলেম আর হবে না।’ ভিডিয়োটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, ‘রোজের সঙ্গী …’।
advertisement
প্রসঙ্গত, চলতি বছরে পুজোর আগে বিয়ে করেছেন অভিনেত্রী। তাঁদের বিয়েতে কোনও এলাহি আয়োজনও ছিল না। কাছের মানুষদের নিয়েই সেরেছিলেন উদযাপন। দুজনের সম্পর্কের বয়স বেশিদিনের নয়। গত বছর পুজোর আগে শুরু হয়েছিল তাঁদের সম্পর্ক। কাজের সূত্রে, সোহিনীকে ‘অমর সঙ্গী’তে দেখা যাবে। ভৌতিক-কমেডি এই ছবিতে নায়িকার বিপরীতে থাকবেন বিক্রম চট্টোপাধ্যায়। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের একেবারে গোড়াতেই মুক্তি পেতে চলেছে এই ছবি। ৩১ জানুয়ারি বড় পর্দায় আসছে ‘অমর সঙ্গী’।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 30, 2024 1:01 PM IST