Mamata-Ritabhari: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ? হঠাৎ নবান্নে হাজির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, মুহূর্তে শোরগোল

Last Updated:

Mamata-Ritabhari: নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে ঋতাভরীর আসার খবর ছিল আধিকারিকদের কাছে। বিকেল ৫ টা নাগাদ মন্ত্রিসভার বৈঠক শেষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। এরপরেই নবান্নে ঋতাভরীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হঠাৎ নবান্নে হাজির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী
হঠাৎ নবান্নে হাজির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী
কলকাতা: আরজি করের ঘটনায় এই মুহর্তে উত্তাল দেশ-বিদেশ৷ সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ মিছিল৷ সকলের একটাই উদ্দেশ্যে ন্যায় বিচার৷ তরুণী চিকিৎসকের সুবিচারের দাবিতে রাস্তায় নেমেছে আট থেকে আশি সকলেই৷ পাশাপাশি জুনিয়র চিকিৎসকরাও তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে৷
আরজি করের ঘটনার রেশের মধ্যেই টলিপাড়ায় চলছে ধুন্ধুমার কাণ্ড৷ দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যখন হেমা কমিশনের সুবাদে নানা নামী ব্যক্তিত্বের মুখোশ খুলে গিয়েছে, ঠিক তখনই টলিউড ইন্ডাস্ট্রিও তোলপাড়৷ টলিউডের স্বনামধন্য ব্যক্তিদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ সামনে এসেছে৷ ইতিমধ্যেই পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। অনির্দিষ্টকালের জন্য অরিন্দম শীলকে সাসপেন্ড করেছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। এফআইআর দায়ের করা হয়েছে পরিচালকের নামে৷
advertisement
advertisement
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই আবহের মধ্যে একটি পোস্ট করেছিলেন টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী৷ তিনি জানিয়েছিলেন, অতীতে টলিপাড়ায় তিনিও যৌন হেনস্থার শিকার হয়েছিলেন৷ এবং নিজের সেই পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ট্যাগ করে বাংলা চলচ্চিত্র জগতে যৌন হেনস্থা রুখতে পদক্ষেপ করার অনুরোধ জানান অভিনেত্রী।
advertisement
advertisement
ঋতাভরী নিজের পোস্টে মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে লেখেন, দিদি, আমাদের ইন্ডাস্ট্রিতেও তদন্তের প্রয়োজন আছে, এবং সেটা এখনই করতে হবে৷ সবচেয়ে বড় কথা হল, ধর্ষণ বা যৌন হেনস্থার ঘটনা আবারও ঘটে যাক, সেটা চাই না৷ এমনটা দিনের পর দিন হতে পারে না৷ পোস্টে বিস্ফোরক মন্তব্যের পর থেকেই শিরোনামে রয়েছেন অভিনেত্রী ঋতাভরী৷
advertisement
নবান্ন সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকে ঋতাভরীর আসার খবর ছিল আধিকারিকদের কাছে। বিকেল ৫ টা নাগাদ মন্ত্রিসভার বৈঠক শেষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা। এরপরেই নবান্নে ঋতাভরীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ফেডারেশন সুরক্ষা বন্ধু নামে একটি কমিটি তৈরি করেছে। শোনা যাচ্ছে, হেমা কমিশনের আদলে এ রাজ্যে নারী সুরক্ষার জন্য একটি বিশেষ কমিটি তৈরিতে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কমিটিতে কি থাকবেন ঋতাভরী? আরও শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে টলিপাড়ায় মহিলা শিল্পীদের বর্তমান পরিস্থিতি এবং সুরক্ষা-সহ বেশ কয়েকটি বিষয়ে তাঁদের মধ্যে কথা হওয়ার কথা। তবে সূত্রের দাবি, ঋতাভরী বাংলা চলচ্চিত্র জগতের দুই প্রথম সারির প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ জানাতেই নাকি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন। তবে ঠিক কী বিষয়ে কথা বলতে তিনি নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন তা এখনও স্পষ্ট নয়৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mamata-Ritabhari: মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ? হঠাৎ নবান্নে হাজির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, মুহূর্তে শোরগোল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement