Rimjhim Mitra Joins TMC: আর রইলেন না বিজেপিতে, অভিষেকের মঞ্চে গিয়ে তৃণমূলে যোগ দিলেন টলিউড নায়িকা রিমঝিম মিত্র!
- Published by:Teesta Barman
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Rimjhim Mitra Joins TMC: রাজভবনের বাইরে অভিষেক বন্দোপাধ্যায় যেখানে ধর্না অবস্থান কর্মসূচি পালন করছেন, এদিন সন্ধ্যায় সেখানে যোগ দেন রিমঝিম।
কলকাতা: টলিউডের অভিনেত্রী রিমঝিম মিত্র যোগদান করলেন তৃণমূলে। ২০২৪ সালে লোকসভা ভোটের আগে ফের দলবদলের পালা। ২০১৯ সালের ২১ জুলাই ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশের পর বিজেপি-র রাজ্য দফতরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন অভিনেত্রী রিমঝিম। তাঁর হাতে পদ্ম পতাকা হাতে তুলে দিয়েছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই অভিনেত্রী তথা বিজেপি নেত্রী এবার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রাজভবনের বাইরে অভিষেক বন্দোপাধ্যায় যেখানে ধর্না অবস্থান কর্মসূচি পালন করছেন, এদিন সন্ধ্যায় সেখানে যোগ দেন রিমঝিম।
একুশের বিধানসভা নির্বাচনে হারার পর থেকেই ভাঙন দেখা দিয়েছে বিজেপি-র অন্দরমহলে। বিশেষত তারকা কর্মীরা একে একে দল ছেড়ে যোগ দিচ্ছেন তৃণমূলে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। পরে অবশ্য ভোটে হেরে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। রাজনীতি নিয়ে আপাতত মাথা না ঘামানোর কথা স্বীকার করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও।
advertisement
advertisement
বেশ কয়েকদিন ধরেই বেসুরো ছিলেন বিজেপির তারকা কর্মী রিমঝিম। দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা বাড়িয়েছেন তিনি।
রিমঝিম জানান, বিজেপির কোনও মিছিল, কর্মসূচি নিয়ে তাঁর কাছে খবর থাকে না। দলের কোনও মিটিংয়ের ব্যাপারে কোনও কিছুই জানানো হয় না তাঁকে। তাই যেখানে সম্মান পাবেন সেখানেই রাজনীতি করতে চান বলে স্পষ্ট জানান রিমঝিম। শুধুমাত্র সম্মান, গুরুত্ব না পাওয়ার ক্ষোভেই অনেকে দল ছেড়ে যাচ্ছেন বলে দাবি করেন তিনি।
advertisement
অভিনেত্রী জানান, কোনও রাজনৈতিক দলে যখন তিনি এসেছেন তখন সে দলের চিন্তাধারায় বিশ্বাস করতে তিনি বাধ্য। কিন্তু বিজেপি-র সঙ্গে যে তাঁর দূরত্ব বাড়ছে তা রিমঝিমের পরের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। তৃণমূলে যাওয়ার জল্পনা বাড়িয়ে তিনি বলেছিলেন, “বন্ধুরা অনেকেই তৃণমূলে গিয়েছেন। আমাকেও ভাবতে হবে।” এবার অভিষেকের মঞ্চে সেই কাজ সেরে ফেললেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 08, 2023 7:42 PM IST