Prity Biswas: সুখবর! মা হলেন প্রীতি, তারকা দম্পতির কোল আলো করে এল ফুটফুটে সন্তান, ছেলে হল না মেয়ে?
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Prity Biswas: মা হলেন টলিউড অভিনেত্রী প্রীতি বিশ্বাস৷ অভিনেত্রী প্রীতির কোল আলো করে এল ফুটফুটে সন্তান৷
কলকাতা: ১৪ অগাস্ট৷ সাধারণ দিনের চেয়ে যেন একটু আলাদা এই ছিল৷ শহর জুড়ে রাস্তা দখলের ডাক দিয়েছিল মেয়েরা৷ তিলোত্তমায় চলছে প্রতিবাদের জনজোয়ার৷ গোটা রাজ্য যখন তোলপাড়, ঠিক তখনই অভিনেত্রী প্রীতির কোল আলো করে এল ফুটফুটে সন্তান৷ মা হলেন টলিউড অভিনেত্রী প্রীতি বিশ্বাস৷
বুধবার দুপুরে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী প্রীতি বিশ্বাস৷ রাহুর ও প্রীতির ঘরে এল ছোট্ট দুর্গা৷ মেয়ের বাবা-মা হলেন তারকা দম্পত্তি৷ সেপ্টেম্বরের শুরুতে সন্তান জন্ম দেওয়ার কথা ছিল প্রীতির৷ তবে তার দু-সপ্তাহ আগেই কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী৷ মা ও সন্তান দুজনেই পুরো সুস্থ আছেন৷
advertisement
advertisement
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী৷ প্রীতি ও রাহুল জানান, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মেয়ে এই পৃথিবীতে এসেছে৷ আমাদের খুশির ঠিকানা নেই, জীবনের এক নতুন অধ্যায় অভিভাবক হিসেবে শুরু করলাম’৷ অভিনেত্রীর এই পোস্টে ভালাবাসায় ভরিয়ে দিয়েছেন৷ সকলেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাদেরকে৷
advertisement
বিয়ের চার বছরের মাথায় রাহুল ও প্রীতির ঘরে এল একরত্তি সন্তান৷ ‘রং-রুট’-এর সেটে ২০১৭ সালে রাহুল মজুমদারের সঙ্গে প্রথম আলাপ হয়েছিল প্রীতির। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম। তারপর ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ তাঁরা। এবার বাবা-মা হলেন দু’জনে। বাংলা ধারাবাহিকের জনপ্রিয় মুখ এই তারকাজুটি৷ প্রীতিকে শেষবার দেখা গিয়েছে ‘বালিঝড়’ ধারাবাহিকে। এবং রাহুলকে ‘হরগৌরী পাইস হোটেল’ ধারাবাহিকে দেখা গেছে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2024 1:29 PM IST