রূপমের ‘অপদার্থ’ ভক্ত! কনসার্টে গায়কের পা জড়িয়ে ধরলেন সৌরভ, বাঁধ ভাঙল আবেগ
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
গান চলাকালীন মঞ্চের নীচ থেকেই প্রিয় গায়কের পা জড়িয়ে ধরলেন সৌরভ। প্রণাম করলেন তাঁকে।
টলিপাড়ার দাপুটে অভিনেতা তিনি। তবে তাঁর প্রথম প্রেম গান। স্কুলে পড়াকালীনই খুলে ফেলেছিলেন ব্যান্ড। অনুপ্রেরণা রূপম ইসলাম। তাঁর গান শুনেই যেন স্বপ্ন দেখতে শিখেছিলেন সৌরভ দাস। এর পর বছর গড়িয়েছে। বদলেছেন অভিনেতাও। কিন্তু রূপমের প্রতি তাঁর ভাললাগা এখনও অমলিন। ছোটবেলার মতো আজও রূপমের গান শুনে আবেগে ভাসেন 'মন্টু পাইলট'। তারই প্রমাণ পাওয়া গেল আরও একবার।
শনিবার, ৮ এপ্রিল নিকো পার্কে রূপম ইসলামের একটি কনসার্ট ছিল৷ সেখানে দর্শকাসনে ছিলেন সৌরভ৷ সন্ধ্যা নামল। ‘হাসনুহানা’র সুর তুললেন রূপম৷ বাঁধ ভাঙল সৌরভের আবেগ। গান চলাকালীন মঞ্চের নীচ থেকেই প্রিয় গায়কের পা জড়িয়ে ধরলেন সৌরভ। প্রণাম করলেন তাঁকে। সৌরভকে বুকে জড়িয়ে ধরেন রূপম৷ আবেগ আর সুর গাঁথা পড়ল এক সুতোয়। লেন্সবন্দি হয়ে থাকে সেই মুহূর্ত।
advertisement
সেই শৈশব থেকেই রূপমের ভক্ত সৌরভ। প্রিয় গায়কের কথা বলতে গিয়ে নস্টালজিয়া ছুঁয়ে দেখলেন অভিনেতা। স্মৃতির পাতা উল্টে বললেন, ‘‘তখন ইউটিউব ছিল না। বাইরের গান-বাজনার সঙ্গে এত পরিচিতিও ছিল না। প্রথম রকস্টার হিসেবে রূপমদাকেই দেখেছি৷ ফসিলস-এর অ্যালবাম বেরনোর আগে থেকেই আমি রূপমদার ফ্যান৷ নিজেকে ফসিলসের একজন মেম্বার মনে করি৷’’
advertisement
আরও পড়ুন: ‘তবে কি এক ছাদের তলায় থাকছেন বিজয়-রশ্মিকা!’ তুমুল জল্পনার মাঝে অবশেষে মুখ খুললেন অভিনেত্রী নিজেই
advertisement
রূপমের সব গানই তাঁর খুব পছন্দের। কিন্তু একটু বেশি প্রিয় কোনগুলি? সেই খতিয়ানও দিলেন সৌরভ। তাঁর কথায়, "‘হাসনুহানা’, ‘একলা ঘর’ এগুলো তো কালজয়ী। সবারই ভাল লাগে। আমারও লাগে ৷ তবে আমার প্রিয় রূপমদার ‘অপদার্থ’৷ আসলে আমাকে খুব অপদার্থ বলা হত৷ বাড়িতেও শুনতাম, স্কুলেও শুনতাম৷ তাই হয়তো ওই গানটা এত মনের কাছের৷’’ বলতে বলতে দু'কলি গেয়েও শোনালেন টলিউডের ‘মন্টু’৷
advertisement
ভাল গান গাইতে পারেন, ব্যান্ডও করেছিলেন৷ মাঝে ইউটিউব চ্যানেল খোলারও পরিকল্পনা ছিল৷ তা হলে কি আবার নতুন করে গান নিয়ে কিছু ভাবছেন? অভিনেতার কথায় তেমনই ইঙ্গিত পাওয়া গেল৷ ‘‘আমার গান নিয়ে আমি খুব পজেসিভ। মনে হত আমার গান, নিজের কাছেই রেখে দিই৷ তবে এখন আমি স্বপ্ন দেখি গান নিয়ে কিছু করার৷ রূপমদার মতো মানুষদের স্টেজে গাইতে দেখলে সেই ইচ্ছেটা আরও বেড়ে যায়৷ আমিও মঞ্চে উঠে এইভাবে শো করতে চাই, নাচতে চাই, হাসতে চাই, কাঁদতে চাই", আবেগ ঝরে পড়ল সৌরভের গলায়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 4:38 PM IST