Mainak Banerjee: বিমানবন্দরে হেনস্থার শিকার মৈনাক-ঐশ্বর্য! পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের নায়কের

Last Updated:

Mainak Banerjee: এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করলেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে কলকাতা বিমানবন্দরে।

স্ত্রী ঐশ্বর্য চৌধুরীর সঙ্গে মৈনাক বন্দ্যোপাধ্যায়
স্ত্রী ঐশ্বর্য চৌধুরীর সঙ্গে মৈনাক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ! এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করলেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে কলকাতা বিমানবন্দরে। পরবর্তীতে এয়ারপোর্ট থানায় কর্তব্যরত পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানান টলিপাড়ার অভিনেতা।
মৈনাক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, চেন্নাই থেকে শুক্রবার রাতে তাঁর স্ত্রী কলকাতা বিমানবন্দরে আসেন। তাঁকে নেওয়ার জন্যই ওই সময়ে গাড়ি নিয়ে বিমানবন্দরে পৌঁছে যান তিনি। নির্দিষ্ট জায়গায় গাড়ি দাঁড় করিয়ে তাঁর স্ত্রীকে গাড়িতে তুলতে যাবেন সেই সময় পুলিশের তরফে দুর্ব্যবহার করা হয়। তাঁর স্ত্রীকে লক্ষ্য করে কটূক্তিও করে পুলিশ। এমনকি তাঁকে গ্রেফতার করে সারারাত লকাপে রেখে দেওয়ারও হুমকি দেওয়া হয় পুলিশ কর্মীর তরফে। তাঁর গাড়িতে ধাক্কাধাক্কি করা হয়।
advertisement
advertisement
এই ঘটনার পরই বিমানবন্দর থানায় উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলতে আসেন মৈনাক। পুলিশের বিরুদ্ধে অভিযোগও জানান তিনি। মৈনাক বলেন, ‘‘আমি একজন করদাতা হিসেবে বলছি, আমার সঙ্গে কেন, কারও সঙ্গেই পুলিশ এরকম দুর্ব্যবহার করতে পারে না। প্রথমে আমি আমার গাড়ি নিয়ে নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছিলাম। স্ত্রীকে খুঁজছিলাম বলে গাড়ির গতিও ছিল অনেক কম। ঠিক সেই সময়ই গাড়ির উপর ধাক্কাধাক্কি শুরু করেন এক পুলিশ কর্মী। প্রথমে আমি বুঝতে না পেরে গাড়ির কাঁচ নামিয়ে বিষয়টি জানতে চাই। কিন্তু ততক্ষণে দুর্ব্যবহার আরও বেড়ে যায়। আমার পাশাপাশি আমার স্ত্রীর সঙ্গেও খারাপ ব্যবহার করেন তিনি। আমি তখন গাড়ি থেকে নেমে প্রতিবাদ করি। কিন্তু তারপরেও একই রকম ভাবে খারাপ ব্যবহার করতে থাকেন ওঁরা। আমার গাড়িতে কাঁটা লাগিয়ে দেওয়া, এমনকি আমায় গ্রেফতার করে সারারাত লকাপে রেখে দেওয়ার হুমকি দিতে থাকেন। এরপরে আমি ওখান থেকে চলে যেতে চাইলেও আমাকে বাধা দেওয়া হয়। তাই থানায় আসতে হয়েছে আমাদের। উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে কথা বলেছি। অফিসার আমাদের বক্তব্য শুনেছেন এবং সেই অভিযোগ জমা করেছি।’’
advertisement
মৈনাকের স্ত্রী ঐশ্বর্য চৌধুরী বলেন, ‘‘আমরা সাধারণ মানুষ। পুলিশের কাছ থেকে এরকম ব্যবহার আশা করি না। যে অভিজ্ঞতাটা এদিন হয়েছে তা খুবই খারাপ। বিমানবন্দর থানায় আমরা অভিযোগ জানিয়েছি। উচ্চ পদস্থ আধিকারিককে আমরা বিষয়টা বলেছি। সেই পুলিশকর্মীরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলেও থানাতে এসে আমরা আশ্বস্ত হয়েছি। আমি থানায় এসে উচ্চপদস্থ আধিকারিককে বলি আমাদের সঙ্গে ঠিক কী ঘটেছে, পুরো বিষয়টা পরিষ্কার হয়। পুলিশের কাছে একজন সাধারণ মানুষ এরকম ব্যবহার আশা করেন না।’’ আপাতত এই ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছে বিমানবন্দর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Mainak Banerjee: বিমানবন্দরে হেনস্থার শিকার মৈনাক-ঐশ্বর্য! পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের নায়কের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement