#কলকাতা: স্টেশনে উপচে পড়ছে অনুরাগীরা ৷ একবার শুধু পছন্দের নায়ককে সামনা সামনি দেখতে চান ৷ একবার শুধু তাঁকে ছুঁতে চান ৷ স্টারডমের তো এটাই একটা দারুণ বিষয় ৷ মানুষের কাছে পৌঁছে যাওয়া ৷ তাঁদের চোখের স্বপ্ন হওয়া ৷
লকডাউনে এই স্টারডমকেই যেন মিস করছেন টলিউডের হ্যান্ডসাম হাঙ্ক অঙ্কুশ ৷ আর তাই তো সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্টিভ হয়ে সেই পুরনো দিনগুলোকেই বার বার ফিরে দেখছেন নায়ক ৷
গপ্পোটা হল, সম্প্রতি অঙ্কুশ তাঁর ইনস্টাগ্রামে আপলোড করেছেন এক পুরনো ভিডিও ৷ যেখানে এক রেল স্টেশনে শ্যুটিং করার সময় অনুরাগীরা তাঁকে দেখার জন্য ভিড় করেন ৷ সেই ভিডিও আপলোড করে অঙ্কুশ লিখলেন, ‘ফিরে পেতে চাই সেই দিনগুলো... কাছে যেতে চাই সেই মানুষগুলোর৷’
দেখুন সেই ভিডিও---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।