#কলকাতা: টলিউডের নয়া সেনসেশন অনির্বাণ ভট্টাচার্য। 'ভাল পরিচালক'-এর ছবি মানেই, অনির্বাণ মাস্ট! ফ্যানেদের সংখ্যাও দিনে দিনে আকাশ ছুচ্ছে! আর মহিলা ফ্যানদের কথা...! এককথায়, মহিলারা 'জাস্ট' পাগল অনির্বাণের 'রাফ অ্যান্ড টাফ' ইমেজের!
কিন্তু এত মহিলাদের 'হার্ট ব্রেক' করে গাটছড়া বাঁধতে চলেছেন 'উমা'র মোহিতোষ! শোনা যাচ্ছে, সামনের বছরই নাকি বিয়ে করছেন তিনি। পাত্রী ফিল্ম ইন্ডাস্ট্রির নন। নাট্য জগতের। নাম, মধুরিমা গোস্বামী। পদ্মশ্রী সম্মানে ভূষিত 'ন্যাশনাল মাইম ইনস্টিটিউট'-এর চেয়ারম্যান নিরঞ্জন গোস্বামীর মেয়ে।
মধুরিমা বা অনির্বাণ, দুজনের কেউই অবশ্য বিয়ে নিয়ে মুখ খোলেননি! কিন্তু এ'সব কথা কি আর চাপা থাকে! এখন দেখা যাক, 'শোনা' কথায় কবে 'সোনা' ফলে!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Actor, Anirban bhattacharya, Bengali Film, Getting married, Gossip, Tollywood