টালিগঞ্জের সমস্যা মেটাতে এবার বিশেষ কমিটি

Last Updated:

কয়েক সপ্তাহ আগে ওভারটাইম ইস্যুতে ক্ষোভব প্রকাশ করে কর্মবিরতিতে চলে গিয়েছিল টালিগঞ্জের টিভি সিরিয়ালের কলা-

#কলকাতা: কয়েক সপ্তাহ আগে ওভারটাইম ইস্যুতে ক্ষোভব প্রকাশ করে কর্মবিরতিতে চলে গিয়েছিল টালিগঞ্জের টিভি সিরিয়ালের কলা-কুশলীরা ৷ একদিনের জন্য বন্দ হয়ে গিয়েছিল জনপ্রিয় বহু ধারাবাহিক ৷ পরে অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে শ্যুটিং হয় ৷ মুখ্যমন্ত্রী মমতা আশ্বাস দেন, দ্রুত এই সমস্যার সমাধান করা হবে ৷
‘ওভারটাইম’ সমস্যার সমাধানের জন্যই বুধবার সন্ধ্যায় কলাকুশলী ও প্রযোজকদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় একটি বিশেষ কমিটি গঠন করা হবে ৷ এই কমিটিতে থাকবেন রাজ্যের পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, তথ্য-সংস্কৃতি দফতরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন এবং প্রযোজক শ্রীকান্ত মোহতা। ভেঙ্কটেশ ফিল্মস-এর কর্ণধার শ্রীকান্ত মোহতা জানান, ‘আমরা কলাকুশলী, প্রযোজক সবার সঙ্গেই কথা বলব ৷ আশা করি দ্রুত ব্যাপারটার সমাধান করা যাবে ৷’
advertisement
টালিগঞ্জ স্টুডিওতে ফের পুরনো কাসুন্দি ! সেই পুরনো দাবি ৷ কলাকুশলীদের সঙ্গে প্রযোজকদের সেই পুরনো সংঘাত ৷ বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্যা সমাধানে নিজেই এগিয়ে এসেছেন ৷ সমস্যা সমাধানের পরিবেশ সৃষ্টি করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কোনও মতেই শ্যুটিং বন্ধ রাখা যাবে না ৷
advertisement
প্রোডাকশন ম্যানেজার গিল্ডের সভাপতি শৈলেশ্বর চট্টোপাধ্যায় কথা অনুযায়ী, ‘প্রযোজকদের সংঠনের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল ৷ চুক্তি অনুযায়ী, ১০ ঘণ্টার বেশি কাজ করলে ওভারটাইম দিতে হয় ৷ কিন্তু প্রোডাকশন ম্যানেজার ও অ্যাসিট্যান্ট ম্যানেজাররা এই সুবিধা পাচ্ছেন না !’ তবে দ্রুত সমস্যা মেটাতে উদ্যোগী প্রযোজক ও কলাকুশলীরা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
টালিগঞ্জের সমস্যা মেটাতে এবার বিশেষ কমিটি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement