Tollygunge shooting crisis: মমতার হস্তক্ষেপে কাটল স্টুডিওপাড়ার জট! বুধবার থেকেই শুরু শ্যুটিং, রাজি সবপক্ষ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Manash Basak
Last Updated:
কলাকুশলীদের সংগঠন ফেডারেশনের পক্ষ থেকেও স্বরূপ বিশ্বাস জানিয়ে দেন, বুধবার থেকে টেকনিশিয়ানরাও শ্যুটিংয়ে যোগ দেবেন৷
কলকাতা: শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই কাটল টালিগঞ্জের স্টুডিওপাড়ার অচলাবস্থা৷ কর্মবিরতি থেকে সরে এসে পরিচালক, কলাকুশলী সব পক্ষই জানিয়ে দিল, আগামিকাল, বুধবার থেকেই ফের শ্যুটিং শুরু হবে৷ এ দিন বিকেলে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রসেনজিৎ চক্রবর্তী, দেব, গৌতম ঘোষরা৷ কলাকুশলীদের সংগঠনের নেতা স্বরূপ বিশ্বাসের সঙ্গেও ফোনে কথা হয় মুখ্যমন্ত্রীর৷ এর পরেই কাটে জট৷
নবান্নের বৈঠকের পর প্রথমে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে এবং তার পর টেকনিশিয়ানস স্টুডিওয় ফের একবার নিজেদের মধ্যে আলোচনায় বসেন পরিচালকরা৷ এর পরেই কর্মবিরতি তুলে নেওয়ার কথা জানান তাঁরা৷
যে বিষয়গুলিকে নিয়ে পরিচালকদের সঙ্গে কলাকুশলীদের সংঘাতের সূত্রপাত, তা খতিয়ে দেখতে পাঁচজনের একটি কমিটি গঠন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ সেই কমিটিতে থাকছেন গৌতম ঘোষ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ইন্দ্রনীল সেন ও স্বরূপ বিশ্বাস। কমিটির নেতৃত্বে থাকবেন পরিচালক গৌতম ঘোষ।
advertisement
advertisement
পরিচালকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁকে নিয়ে সমস্যার সূত্রপাত সেই পরিচালক রাহুল মুখোপাধ্যায় সাত দিন পর থেকে নতুন ছবির শ্যুটিং শুরু করবেন৷ ওই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের অভিনয় করার কথা৷
advertisement
অন্যদিকে কলাকুশলীদের সংগঠন ফেডারেশনের পক্ষ থেকেও স্বরূপ বিশ্বাস জানিয়ে দেন, বুধবার সকাল থেকে টেকনিশিয়ানরাও শ্যুটিংয়ে যোগ দেবেন৷ এ দিন স্বরূপ বিশ্বাসকেও ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ স্বরূপ জানিয়েছেন, সবপক্ষের দাবি এবং সমস্যা শোনার জন্য একটি কমিটি গড়ে দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী৷ সেই কমিটির কাছেই নিজেদের বক্তব্য জানাবেন তাঁরা৷
তবে রাহুল মুখোপাধ্যায়কে তাঁরা পরিচালক হিসেবে মেনে নিয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট বার্তা দেন না স্বরূপ বিশ্বাস। তিনি বলেন কিছু নির্দেশ এসেছে সেগুলোকে মান্যতা দেবেন। আগামিকাল বিষয়টি নিয়ে ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটিতে আলোচনা হবে এবং তারপর তাঁরা বিবৃতি দেবেন।ফলে রাহুল মুখোপাধ্যায় এখনই পরিচালক হিসেবে কাজ শুরু করতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল৷
advertisement
শ্যুটিং শুরুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আর্টিস্ট ফোরামও৷ তবে বার বার এই ধরনের জটিলতার মধ্যে পড়ে অভিনেতা অভিনেত্রীরা আর্থিক ক্ষতির শিকার হচ্ছে বলে ফোরামের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে৷ যে কমিটি গড়ার কথা বলা হয়েছে, তাতে শিল্পীদের পক্ষ থেকে প্রতিনিধি রাখার দাবিও জানানো হয়েছে৷
পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে তাঁকে বয়কট করেছিলেন কলাকুশলীরা৷ পাল্টা সোমবার থেকে কাজ বন্ধ করে দেন পরিচালকরা৷ এর ফলে সিনেমা তো বটেই, মেগা সিরিয়াল সহ টেলিভিশন, ওটিটি-র বিভিন্ন শ্যুটিংও বন্ধ হয়ে যায় টালিগঞ্জে৷ দু দিন ধরে অচলাবস্থা তৈরি হওয়ার পর শেষ পর্যন্ত আজ হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি ফোন করেন অভিনেতা এবং প্রযোজক দেবকে৷ এর পরই বরফ গলতে শুরু করে৷ সবপক্ষের কথা শুনে সমস্যা সমাধানে মন্ত্রী অরূপ বিশ্বাসকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 30, 2024 10:37 PM IST