#Oscar2019: ট্রাম্পের গালে চড় ! অস্কারে মঞ্চে কৃষ্ণাঙ্গের জয় জয়কার

Last Updated:

অস্কার মানে শুধুই সিনেমার সেরাদের পুরস্কার প্রদান করা নয় ৷ অস্কার মানেই ঝলমলে স্টেজ শো নয় ৷ অস্কার মানেই রেডকার্পেটে ফ্যাশন দুরস্ত হলিউডি সেলিব্রিটি নয় ৷

#লস এঞ্জেলেস: অস্কার মানে শুধুই সিনেমার সেরাদের পুরস্কার প্রদান করা নয় ৷ অস্কার মানেই ঝলমলে স্টেজ শো নয় ৷ অস্কার মানেই রেডকার্পেটে ফ্যাশন দুরস্ত হলিউডি সেলিব্রিটি নয় ৷ অস্কার মঞ্চ মানেই প্রতিবাদ ৷ আর সেটা আবার প্রমাণ করল ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ৷
এবারের অস্কার যেন ট্রাম্পের দেওয়ালে আঘাত ৷ এবারের অস্কার একদিকে যেমন ট্রাম্পের বিরোধিতা, ট্রাম্পের ‘অসম’, ‘জাতিবিদ্বেষ’, ‘বর্ণবিদ্বেষ’কে আঘাত করে, তেমনি পাশাপাশি উজ্জ্বল করে তোলে নানা ‘ভালোবাসা’কে ! আর তাই তো সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতার চয়নেই অস্কার এবার হতবাক করল গোটা বিশ্বকে ৷ একের পর এক মনোয়নেই যেন প্রচ্ছন্ন আকারে লুকিয়ে রয়েছে প্রতিবাদ ! কখনও তা ট্রাম্পের ‘কৃষ্ণাঙ্গ’দের প্রতি সমালোচক নজরের ৷ কখনও মেক্সিকোর রেড ইন্ডিয়ানদের প্রতি তীক্ষ্নতা, কখনও আবার সমপ্রেম নিয়ে ট্রাম্পের ভ্রু কুঁচকানো ভাবধারা ৷
advertisement
তবে অস্কারের মঞ্চে এই সবই বিশ্বের দরবারে সেরা ৷ তাই তো লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে একের পর পুরস্কার ঘোষণায় প্রকৃতপক্ষে ট্রাম্পের গালে চড় ৷
advertisement
সেরা ছবি হিসেবে অস্কার জিতে নিল গ্রিন বুক ৷ যে ছবির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ‘ব্ল্যাক’ অভিনেতা মাহেরশালা আলি৷ শুধু সেরা ছবি নয়, এই ছবির জন্য সেরা সহ অভিনেতার পুরস্কারও পেলেন মাহেরশালা ৷
advertisement
অন্যদিকে, সেরা পরিচালক হিসেবে অস্কার পেলেন আলফান্সো কুয়ারন ৷ ছবির নাম ‘রোমা’ ৷ এই ছবিতেও উঠে এসেছিল ‘ব্ল্যাক’ ও ‘হোয়াইট’ মেয়ের গল্প ৷ শুধু তাই নয়, অসাম্য ভুলে, এই ছবিতে মনিব ও ভৃত্যের গল্পও উঠে আসে ৷
সেরা অভিনেতার পুরস্কার পেলেন রামি মালেক ৷ ছবির নাম বহেমিয়ান রাপসেডি ৷ ছবিটির প্রেক্ষাপট এক সমকামী মানুষের লড়াই ৷ শুধু এই তিনটি ছবিতেই নয় ৷ অস্কারের মনোনয়নে প্রায় সব ছবিতেই নানা বৈষম্যকে সেলিব্রেট করা হয়েছে ৷ যা কিনা নজর কেড়েছে গোটা দুনিয়ার !
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
#Oscar2019: ট্রাম্পের গালে চড় ! অস্কারে মঞ্চে কৃষ্ণাঙ্গের জয় জয়কার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement