দর্শকদের ভালোবাসাতেই টিআরপিতে প্রথম ‘কৃষ্ণকলি’, আর এখন শ্যুটিংই বন্ধ : তিয়াশা

Last Updated:
#কলকাতা: শহরতলির মেয়ে ৷ টেলি অভিনেতা সুবান রায়ের সঙ্গে গতবছর বিয়ে ৷ এক কথায় স্বামীর কথাতেই অডিশনে আসা ৷ অডিশনটা বেশ ভাল হয়েছিল ৷ অডিশনে সবাই বলেছিল বেশ ভাল হয়েছে ৷ তারপর ডাক এল ৷ ধারাবাহিকের এক্কেবারে লিড চরিত্রে অভিনয়ের জন্য ডাক ৷ চরিত্রের প্রয়োজনে গায়ে রোজই কালো মেকআপ চাপাতে হবে ৷
চরিত্রের প্রয়োজনে তো ওই রকম লুক নিতেই হবে ৷ কী আর করা! শুরু হল শ্যুটিং ৷ সেই প্রথম ক্যামেরা সামনে অভিনয়ের শুরু ৷ ধারাবাহিক টেলিকাস্টের দিন যত কাছে এগিয়ে আসছে, বুকের ধুকপুকানিটা ততই বেড়ে চলেছে ৷ বড্ড টেনশন ৷
‘‘ধারাবাহিকের নাম ‘কৃষ্ণকলি’৷ টেলিকাস্ট শুরু হল ৷ ধারাবাহিকের টেলিকাস্ট শুরু হতেই সমস্ত টেনশন ভোঁ ভাঁ ৷ সব টেনশন ধুয়ে মুছে গেল ৷ আসলে, সবাই বলছিল খুব ভাল হচ্ছে অভিনয় ৷ সিরিয়ালটা বেশ ভাল ৷ আর সেই প্রশংসার বন্যা এসে ছাপিয়ে পড়ল টিআরপি’তেও ৷ অন্য ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে দৌঁড়ে এক নম্বরে ‘কৃষ্ণকলি’ ৷ সেই আনন্দ এক্কেবারে অন্য মাত্রার ৷ সিরিয়ালের সবাই বড্ড খুশি ৷ পর পর টিআরপি’র বিচারে ‘কৃষ্ণকলি’ গেল এক নম্বরে ৷ এর মাঝেই খবর এল সিরিয়ালের শ্যুটিং বন্ধ ৷ আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের টানাপড়েনের জের ৷ সবাই কেঁদে ভাসাচ্ছি এখন ৷’’ ফোন করতেই একনাগাড়ে বলে চললেন ‘কৃষ্ণকলি’ধারাবাহিকের নায়িকা ‘শ্যামা’ওরফে তিয়াশা ৷
advertisement
advertisement
kri
‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে তিয়াশা রায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
সিরিয়াল তো বন্ধ ... এর উত্তরে তিনি আবার বললেন, ‘হ্যাঁ ৷ আর ভাল লাগছে না ৷ একে তো প্রথম কাজ ৷ তাও আবার টিআরপি’তে এখন এক নম্বরে ৷ এর মধ্যেই এই খারাপ খবরটা এল ৷ ইউনিটের সবার বড্ড মন খারাপ ৷ সবাই খেটেই তো সিরিয়ালটাকে এই জায়গায় নিয়ে গিয়েছিলাম ৷ দর্শকদকের জন্যও খারাপ লাগছে ৷ তাঁরা এতোটা ভালোবাসা দিয়েছিলেন বলেই তো আমরা টিআরপি’তে এক নম্বরে ৷ তাঁদের জন্য খারাপ লাগছে ৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দর্শকদের ভালোবাসাতেই টিআরপিতে প্রথম ‘কৃষ্ণকলি’, আর এখন শ্যুটিংই বন্ধ : তিয়াশা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement