দর্শকদের ভালোবাসাতেই টিআরপিতে প্রথম ‘কৃষ্ণকলি’, আর এখন শ্যুটিংই বন্ধ : তিয়াশা

Last Updated:
#কলকাতা: শহরতলির মেয়ে ৷ টেলি অভিনেতা সুবান রায়ের সঙ্গে গতবছর বিয়ে ৷ এক কথায় স্বামীর কথাতেই অডিশনে আসা ৷ অডিশনটা বেশ ভাল হয়েছিল ৷ অডিশনে সবাই বলেছিল বেশ ভাল হয়েছে ৷ তারপর ডাক এল ৷ ধারাবাহিকের এক্কেবারে লিড চরিত্রে অভিনয়ের জন্য ডাক ৷ চরিত্রের প্রয়োজনে গায়ে রোজই কালো মেকআপ চাপাতে হবে ৷
চরিত্রের প্রয়োজনে তো ওই রকম লুক নিতেই হবে ৷ কী আর করা! শুরু হল শ্যুটিং ৷ সেই প্রথম ক্যামেরা সামনে অভিনয়ের শুরু ৷ ধারাবাহিক টেলিকাস্টের দিন যত কাছে এগিয়ে আসছে, বুকের ধুকপুকানিটা ততই বেড়ে চলেছে ৷ বড্ড টেনশন ৷
‘‘ধারাবাহিকের নাম ‘কৃষ্ণকলি’৷ টেলিকাস্ট শুরু হল ৷ ধারাবাহিকের টেলিকাস্ট শুরু হতেই সমস্ত টেনশন ভোঁ ভাঁ ৷ সব টেনশন ধুয়ে মুছে গেল ৷ আসলে, সবাই বলছিল খুব ভাল হচ্ছে অভিনয় ৷ সিরিয়ালটা বেশ ভাল ৷ আর সেই প্রশংসার বন্যা এসে ছাপিয়ে পড়ল টিআরপি’তেও ৷ অন্য ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে দৌঁড়ে এক নম্বরে ‘কৃষ্ণকলি’ ৷ সেই আনন্দ এক্কেবারে অন্য মাত্রার ৷ সিরিয়ালের সবাই বড্ড খুশি ৷ পর পর টিআরপি’র বিচারে ‘কৃষ্ণকলি’ গেল এক নম্বরে ৷ এর মাঝেই খবর এল সিরিয়ালের শ্যুটিং বন্ধ ৷ আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের টানাপড়েনের জের ৷ সবাই কেঁদে ভাসাচ্ছি এখন ৷’’ ফোন করতেই একনাগাড়ে বলে চললেন ‘কৃষ্ণকলি’ধারাবাহিকের নায়িকা ‘শ্যামা’ওরফে তিয়াশা ৷
advertisement
advertisement
kri
‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে তিয়াশা রায় ৷ ছবি: ইনস্টাগ্রাম ৷
সিরিয়াল তো বন্ধ ... এর উত্তরে তিনি আবার বললেন, ‘হ্যাঁ ৷ আর ভাল লাগছে না ৷ একে তো প্রথম কাজ ৷ তাও আবার টিআরপি’তে এখন এক নম্বরে ৷ এর মধ্যেই এই খারাপ খবরটা এল ৷ ইউনিটের সবার বড্ড মন খারাপ ৷ সবাই খেটেই তো সিরিয়ালটাকে এই জায়গায় নিয়ে গিয়েছিলাম ৷ দর্শকদকের জন্যও খারাপ লাগছে ৷ তাঁরা এতোটা ভালোবাসা দিয়েছিলেন বলেই তো আমরা টিআরপি’তে এক নম্বরে ৷ তাঁদের জন্য খারাপ লাগছে ৷’’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দর্শকদের ভালোবাসাতেই টিআরপিতে প্রথম ‘কৃষ্ণকলি’, আর এখন শ্যুটিংই বন্ধ : তিয়াশা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement