Titanic Actor Death: 'টাইটানিক'-এর ক্যাপ্টেন আর নেই, ৭৯-তে প্রয়াত জনপ্রিয় অভিনেতা, কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Titanic Actor Death: প্রয়াত হলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা তথা 'টাইটানিক'-ছবির ক্যাপ্টেন বার্নার্ড হিল৷ কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৯ বছর৷
ফের দুঃসংবাদ বিনোদন জগতে৷ ২০২৪ সালের শুরু থেকেই সময়টা মোটেই ভাল যাচ্ছে না৷ একের পর এক শোকসংবাদে সকলের মন ভারাক্রান্ত৷ প্রয়াক হলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা তথা ‘টাইটানিক’-ছবির ক্যাপ্টেন বার্নার্ড হিল৷ ‘টাইটানিক’-এ ক্যাপ্টেন এডওয়ার্ড ডে স্মিথ-এর চরিত্রে অভিনয় করে তিনি পরিচিত ছিলেন৷
কিংবদন্তি অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া পড়েছে বিনোদন জগতে৷ মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৯ বছর৷ চলচ্চিত্র, টেলিভিশন, থিয়েটারে তাঁর দাপুটে অভিনয় ছিল নজরকাড়া৷ স্কটিশ লোকসঙ্গীত শিল্পী বারবারা ডিকসন সোশ্যাল মিডিয়ায় বার্নার্ডের মৃত্যুর খবরটি শেয়ার করেছেন৷ অভিনেতার মৃত্যুর খবরে শোকস্তব্ধ হলিউড ইন্ডাস্ট্রি৷
advertisement
advertisement
কিংবদন্তি অভিনেতার মৃত্যুর খবর শেয়ার করে গভীর সমবেদনা জানিয়ে পোস্টে বারবারা ডিকসন লেখেন- বার্নার্ড হিলের মৃত্যুর খবরটি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি৷ আমরা জন, পল, জর্জ, রিঙ্গো এবং বার্ট উইলি রাসেলের এই দুর্দান্ত শো-তে একসঙ্গে কাজ করেছি৷ তিনি সত্যিই একজন দুর্দান্ত অভিনেতা৷ দেখে নিন পোস্টটি,
It’s with great sadness that I note the death of Bernard Hill. We worked together in John Paul George Ringo and Bert, Willy Russell marvellous show 1974-1975. A really marvellous actor. It was a privilege to have crossed paths with him. RIP Benny x#bernardhill pic.twitter.com/UPVDCo3ut8
— Barbara Dickson (@BarbaraDickson) May 5, 2024
advertisement
‘টাইটানিক’-ছবিতে ক্যাপ্টেনের চরিত্রে এবং দ্য লর্ড অফ দ্য রিংস-এ তাঁর অভিনয় আজীবন সকলের মনে গেঁথে থাকবে৷ নিজের চরিত্র নিয়ে একাধিক এক্সপেরিমেন্ট করা অভিনেতা জটিল চরিত্রের জন্য ভূয়সী প্রশংসাও কুড়িয়েছেন৷ ‘দ্য লর্ড অফ দ্য রিংস’-ছবিতে কিং থিওডেনের চরিত্রে বার্নার্ডের অভিনয় ছিল বহুল চর্চিত। বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন অনুরাগীরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2024 12:40 PM IST