টিনটিনের জন্মদিনে মোম চুরি !

Last Updated:

বয়স হল ৮৭ ৷ কিন্তু বইয়ের পাতায় টিনটিন একেবারে ইয়ং ৷ সঙ্গে অবশ্যই দুষ্টু-মিষ্টি কুট্টস ৷ টিনটিনের ব্যাপার-স্যাপার নিয়ে সদা তটস্থ সে ৷ শুধুই ভেবে যায়, টিনটিন একটু বেশিই রহস্যের পিছনে ছুটছে ৷ মাঝে মধ্যে বকাঝকায় দিয়ে ওঠে টিনটিনকে ৷

#কলকাতা: বয়স হল ৮৭ ৷ কিন্তু বইয়ের পাতায় টিনটিন একেবারে ইয়ং ৷ সঙ্গে অবশ্যই দুষ্টু-মিষ্টি কুট্টস ৷ টিনটিনের ব্যাপার-স্যাপার নিয়ে সদা তটস্থ সে ৷ শুধুই ভেবে যায়, টিনটিন একটু বেশিই রহস্যের পিছনে ছুটছে ৷ মাঝে মধ্যে বকাঝকায় দিয়ে ওঠে টিনটিনকে ৷ তবে যাই হয়ে যাক না কেন, টিনটিনের সঙ্গে সদা আছে সে ৷ সেই লোহিত সাগর থেকে তিব্বতে, সেই পান্না রহস্য থেকে কানভাঙা মূর্তির খোঁজে ৷ তবে শুধু কুট্টুস নয়, প্রফেসর ক্যালকুলাস, ক্যাপ্টেন হ্যাডক, জনশন ও থমশন, বিয়াঙ্কা ক্যাস্টাফিয়োরে, ৮৭ বছর ধরে সব্বাই রয়েছে টিনটিনের পাশে ৷ তাই তো রবিবার সারা বিশ্বে টিনটিনের জন্মদিনে সব্বাই হাজির ! এরই মাঝে ঘটে গেল কাণ্ড ! যেই না টিনটিন ছুড়ি হাতে রেডি হল বার্থডে কেক কাটতে, অমনি মোমবাতি নিয়ে চম্পট দিল ছোট্ট কুট্টুস ৷ বার্থডে পার্টি থামিয়ে সব্বাই দে ছুট কুট্টুসের পিছনে ৷ হলটা কি? কুট্টুস কোথায় নিয়ে গেল মোমবাতি ? উত্তর জানতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত ৷ ঠিক এই থিমেই সাজানো হয়েছে টিনটিনের অফিসিয়াল ওয়েবসাইট! চোখ রাখুন সেখানে ৷
tintin-anniversaire-janvier-2016
বেলজিয়ামের কার্টুন শিল্পী রেমি এর্জের (বাংলায় হার্জ নামে পরিচিত) অমর সৃষ্টি সাংবাদিক টিনটিন। নিজের প্রিয় কুকুর কুট্টুস ও ক্যাপটেন হ্যাডককে নিয়ে টিনটিনের রহস্য ও রোমাঞ্চে ভরা দুনিয়া দীর্ঘ ৮৭ বছর ধরে বুদ করে রেখেছে আট থেকে আশিকে। হার্জ প্রথম টিনটিন কমিকস প্রকাশ করেন ১৯২৯ সালের ১০ জানুয়ারি। ল্য ভাতিয়েম সিয়েকল নামে একটি বেলজিয়ামের পত্রিকার ল্য প্যতি ভাতিয়েম নামে শিশুদের ক্রোড়পত্রে প্রথম প্রকাশ হয় টিনটিনের কমিকস। এরপরই বিপুল জনপ্রিয় হয়ে ওঠে এই চরিত্রটি। একে একে প্রকাশিত হয় এই সিরিজের চব্বিশটি সিরিজ। সিরিজটি বিংশ শতাব্দীর সর্বাপেক্ষা জনপ্রিয় ইউরোপীয় কমিকসগুলির অন্যতম। মোট ৫০টিরও বেশি ভাষায় অনূদিত এই সিরিজের বইয়ের কপি বিক্রির সংখ্যা ২০ কোটিরও বেশি। টিনটিনকে নিয়ে তৈরি হয়েছে কার্টুন ছবি, অ্যানিমেশন সিনেমাও। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শিশু কিশোরদের কাছে দুঃসাহসি টিনটিন ব্যাপক জনপ্রিয়। ফক্স টেরিয়ার জাতের কথা বলা কুকুর কুট্টুস, উদ্ধত, উন্নাসিক খিটখিটে নাবিক হ্যাডক, প্রতিভাবান অথচ কানে কম শোনা প্রফেসর ক্যালকুলাস আর দুই বোকা গোয়েন্দা জনসন ও রনসনের দুনিয়ায় একবার ঢুকলে হারিয়ে যাবে যে কোনো বয়সের মানুষ। আর গায়িকা ও ক্যাপ্টন হ্যাডকের প্রেমিকা বিয়াঙ্কা তো রয়েইছে ! আমাদের পক্ষ থেকেও টিনটিনের জন্য রইল জন্মদিনের শুভেচ্ছা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
টিনটিনের জন্মদিনে মোম চুরি !
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement