Tiger Shroff: টাইগার শ্রফকে দেখে জ্ঞানই হারালেন মহিলা ভক্ত, তারপর কী করলেন নায়ক? দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
আর সেখানে গিয়েই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন তিনি ও তারা। (Tiger Shroff)
#মুম্বই: বলিউডে পা রাখার পর থেকেই নিজের ভক্তকূল তৈরি করে ফেলেছেন টাইগার শ্রফ। কয়েকদিনের মধ্যেই তাণর নতুন ছবি হিরোপান্তি ২ মুক্তি পাবে। এই মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সেই ছবিরই প্রচার করছেন টাইগার। এই ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে তারা সুতারিয়াকে। সম্প্রতি মুম্বইয়ের একটি মলে নিজের আগামী ছবির প্রচারে গিয়েছিলেন টাইগার। আর সেখানে গিয়েই এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন তিনি ও তারা। (Tiger Shroff)
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ঘটনা। ভিডিওতে দেখা গিয়েছে, মলের ভিতর অসংখ্য ভক্ত ভিড় করেছেন টাইগার ও তারাকে দেখার জন্য। লাল টি-শার্টে নজর কাড়ছেন টাইগার। সেখানেই দেখা গিয়েছে, চোখে জল নিয়ে টাইগারের এক মহিলা নিরাপত্তাকর্মীদের বার বার কিছু একটা বলছেন। তাঁরা ওই ভক্তকে জল দিলেও তিনি তা অস্বীকার করছেন। এর পরই দেখা যায়, তাঁকে টাইগারের সঙ্গে দেখা করানোর জন্য স্টেজের উপর তোলা হয়।
advertisement
আরও পড়ুন: করাচির আত্মঘাতী জঙ্গি দুই সন্তানের মা, এমএ-এমফিল ডিগ্রিধারী! স্বামীর পোস্ট দেখলে চমকে যাবেন
advertisement
advertisement
আরও পড়ুন: হাসপাতালে কেমো চলাকালীনই চাকরির ইন্টারভিউ দিলেন যুবক, কেন জানেন?
প্রিয় অভিনেতাকে দেখতে পেয়ে স্টেজে উঠে কেঁদে ফেলেন ওই মহিলা। টাইগারও তাঁকে জড়িয়ে নানা প্রশ্ন করেন। পরে হাত মেলান তারাও। জানা গিয়েছে, ভিড়ের মধ্যে বেশ কিছু সময় ধরেই দাঁড়িয়ে টাইগারের নাম নিয়ে চিৎকার করছিলেন ওই মহিলা। সামনের দিকেই দাঁড়িয়ে ছিলেন তিনি। একটা সময় আচমকাই টাইগার স্টেজে ওঠার পর মাথা ঘুরে পড়ে যান ওই মহিলা। তাঁকে জল দিয়ে সুস্থ করে তোলা হয়। পরে টাইগারের সঙ্গে দেখা করার জন্য কান্না জুড়ে দেন তিনি।
advertisement
বিশ্বজুড়ে সাইবার ক্রাইমের বিরুদ্ধে গল্প নিয়ে হিরোপান্তি ২ ছবিটি তৈরি করা হয়েছে। টাইগারের চরিত্রের নাম বাবলু। ছবিতে তারা সুতারিয়ার পাশাপাশি রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবির গল্প লিখেছেন রজত অরোরা, পরিচালক আহমেদ খান। ছবির সুরকার এ আর রহমান। ২৯ এপ্রিল, ২০২২ এ ছবি মুক্তির কথা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 27, 2022 6:02 PM IST