Tiger Shroff: ‘জামাকাপড় নেই?’ পরনে শুধুই অন্তর্বাস, পায়ে স্পোর্টস শ্যু...ক্রিকেটে মত্ত টাইগার! ভিডিও ভাইরাল হতেই নিন্দের ঝড়
- Published by:Ankita Tripathi
Last Updated:
তাতে দেখা যাচ্ছে যে, গণেশ আচার্য এবং অন্যান্যদের সঙ্গে ক্রিকেট খেলায় মজেছেন অভিনেতা টাইগার শ্রফ। তবে তাঁর পরনে রয়েছে শুধুই অন্তর্বাস। আর পায়ে রয়েছে স্পোর্টস শ্যু।
সম্প্রতি ক্রিকেট খেলায় মজতে দেখা গিয়েছে বলিউড তারকা টাইগার শ্রফকে। তবে সেই ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া রীতিমতো তোলপাড় হয়ে গিয়েছে। কিন্তু কী এমন দেখা যাচ্ছে ভাইরাল ভিডিও-য়। তাতে দেখা যাচ্ছে যে, গণেশ আচার্য এবং অন্যান্যদের সঙ্গে ক্রিকেট খেলায় মজেছেন অভিনেতা টাইগার শ্রফ।
তবে তাঁর পরনে রয়েছে শুধুই অন্তর্বাস। আর পায়ে রয়েছে স্পোর্টস শ্যু। আসলে ভাইরাল ওই ভিডিও-য় জ্যাকি-পুত্রকেই স্বল্প বসনে দেখা গিয়েছে। যা নিয়ে তীব্র বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ কেউ অবশ্য টাইগারের ফিটনেসের প্রশংসা করলেও বেশিরভাগ নেটিজেনই শুধু অন্তর্বাস পরে ক্রিকেট খেলার কারণে অভিনেতাকে ট্রোলই করেছেন।
advertisement
advertisement
ছোট ছোট ক্লিপ জুড়ে টাইগার শ্রফের ভিডিওটি বানানো হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে, ক্রিকেট খেলার সময় দুর্দান্ত পারফর্ম করছেন টাইগার। যদিও টাইগারের সুগঠিত ও সুঠাম দেহসৌষ্ঠব এবং ক্রীড়া-প্রেমী মনোভাব সকলের নজর কেড়ে নিয়েছে ঠিকই, তবে ক্রিকেট খেলার সময় অভিনেতা ছিলেন আদুল গায়ে। তাঁর পরনে শুধু ছিল একটি কালো রঙের অন্তর্বাস। সেটা নিয়েই শুরু হয় জোর চর্চা।
advertisement
সেই ক্রিকেট খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতেই মুহূর্তের মধ্যে কমেন্ট বাক্সে জমা হতে থাকে নেটিজেনদের প্রতিক্রিয়া। একজন লিখেছেন, “ক্রিকেট খেলাটা না হয় ঠিক আছে। কিন্তু শুধু অন্তর্বাস পরে কেন?” আর একজন আবার লিখেছেন যে, “আমরা যদি এমনটা করি, তাহলে লোকজন আমাদের মারবে।” তৃতীয় এক নেটাগরিক লিখেছেন যে, “অন্যরা কেন একই ইউনিফর্ম (অন্তর্বাস) পরলেন না?” চতুর্থ এক ব্যবহারকারী লিখেছেন যে, “ইসকে পাস কাপড়ে নেহি হ্যায় (এর কাছে কি জামাকাপড় নেই)?” অন্য একজনের মন্তব্য, “অন্তর্বাস পরেই?”
advertisement
এদিকে সব সময় স্বল্পবসনা মহিলাদেরও সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়তে হয়, এই প্রসঙ্গ উত্থাপন করে এক ব্যক্তি লেখেন যে, “টাইগার, কিছু আত্মসম্মান বোধ তো রাখুন। কারণ আপনি তো ভবিষ্যতে কারও স্বামী হবেন। ফলে তাঁদের পরিবারকে বিড়ম্বনার মুখে ফেলবেন না। কে আপনাকে বিয়ে করবে?” অন্য একজন লিখেছেন, “কোনও মেয়ে যদি এমন ভিডিও আপলোড করল, তাহলে বহু পুরুষ তাঁদের আক্রমণ করতো।” এক নেটিজেনের বক্তব্য, “কোনও মহিলা যদি অন্তর্বাস পরে এমনটা করতো, তাহলে ভাবুন কী হতে পারতো!”
advertisement
তবে অবশ্য কিছু কিছু ভক্ত টাইগারের পাশে দাঁড়িয়েছেন। তাঁর দেহসৌষ্ঠব এবং ফিটনেসের প্রশংসা করে অনেকেই মন্তব্য করেছেন যে, ‘জিম গোল’। প্রসঙ্গত, শেষ বার ‘সিংহম এগেইন’ ছবিতে দেখা গিয়েছিল টাইগার শ্রফকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2025 7:27 PM IST