#মুম্বই: লকডাউনে মানুষকে বিনোদন দিতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দূরদর্শনে শুরু হয়েছে রামানন্দ সাগরের রামায়ণ ৷ যেখানে রামের অবতারে দেখা গিয়েছিল অভিনেতা অরুণ গোভিলকে ৷ সীতা হয়েছিলেন দীপিকা ৷ টিভিতে ফের রামায়ণ শুরু হওয়ায় স্বাভাবিক ভাবে খুশি সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি ৷ খুশি খোদ রাম অরুণ গোভিলও ৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি, যেখানে দেখা গিয়েছে অরুণ গোভিল তাঁর নাতি-নাতনিদের নিয়ে টিভিতে রামায়ণ দেখছেন ৷
অভিনেতা অরুণ গোভিল জানিয়েছেন, আমার নাতি-নাতনিরা শুধু রামায়ণ দেখছেই না ৷ আমার কাছে ধারাবাহিকের শ্যুটিং নিয়েও নানা প্রশ্ন করছে৷
দেখুন সেই ভাইরাল ছবি---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ramayana