Heroine Spy Universe: নেই কোনও নায়ক! একা 'এই' নায়িকাই এবার স্পাই হিসেবে পর্দা কাঁপাবেন, আপনার কাকে পছন্দ, আলিয়া, দীপিকা নাকি ক্যাটরিনা!
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Heroine Spy Universe: আলিয়া ভাটকে দেখা যাবে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবিতে। নাহ, কোনও নায়কের বিপরীতে নয়, যেমনটা পাঠান ছবিতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। দুষ্কৃতীদের শায়েস্তা করবেন স্পাই হিসেবে একা আলিয়াই।
মুম্বই: যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবিতে কেবল নারী চরিত্র! নেই কোনও হিরো। দুষ্কৃতীদের শায়েস্তা করবেন স্পাই হিসেবে একা নায়িকাই। বলিউড অভিনেত্রীকে সেই ছবিতে কাস্ট করাও হয়ে গিয়েছে। কিন্তু আপনি কাকে দেখতে চান স্পাইয়ের ভূমিকায়? আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোন নাকি ক্যাটরিনা কইফ?
তবে জেনেই নেওয়া যাক, আপনার পছন্দের সঙ্গ মিলছে কিনা-
হলিউড ভেঞ্চারে পর্দা ভাগ করতে হয়েছিল ওয়ান্ডার উওম্যান গাল গাডোটের সঙ্গে, তা বলে দেশের মেয়ে তিনি, বক্স অফিসও কাঁপাচ্ছেন, মুম্বইয়ের প্রযোজকরা তো আর হার্ট অফ স্টোন নন। ফলে, দীপিকা বা ক্যাটরিনা নন, আলিয়া ভাটকে দেখা যাবে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবিতে। নাহ, কোনও নায়কের বিপরীতে নয়, যেমনটা পাঠান ছবিতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। দুষ্কৃতীদের শায়েস্তা করবেন একা আলিয়া।
advertisement
advertisement
সম্প্রতি এফআইসিসিআই ফ্রেমসে এই খবরে সিলমোহর দিয়েছেন যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় ওয়াইধানি। “আমাদের স্পাই ইউনিভার্স ছবির সঙ্গে এবার আলিয়া ভাটের নাম জড়াচ্ছে, চলতি বছরের শেষের দিক থেকে ছবির কাজ শুরু হবে যাবে”, বলেছেন তিনি। স্পাই ইউনিভার্সে আলিয়াকে আনতে পেরে তাঁরা যেমন উচ্ছ্বসিত, তেমনই উত্তেজিত বলেও জানিয়েছেন অক্ষয়।
advertisement
শোনা যাচ্ছিল এর আগে কানাঘুষোয় যশ রাজ ফিল্মস শুধুমাত্র নারীকেন্দ্রিক এক স্পাই মুভি বানাতে পারে। আলিয়া যে তাতে কাজ করবেন, সে কথাও ছড়িয়ে পড়েছিল হাওয়ায়। সেই জন্যই এফআইসিসিআই ফ্রেমসে খবরটাকে বলিউডের সবচেয়ে দুর্বল গোপনীয় খবর বলে রসিকতা করেছেন যশ রাজ ফিল্মসের সিইও। খবর আসছিল, আলিয়ার সঙ্গে এই ছবিতে শর্বরী ওয়াঘকেও দেখা যেতে পারে। সে সব নিয়ে প্রশ্ন উঠলে বিশেষ কিছু জানা যায়নি অক্ষয়ের কাছ থেকে। তিনি শুধু জানিয়েছেন, “এই নিয়ে অনেক খবরই একে একে আসতে থাকবে, তবে যথাসময়ে। আপাতত কেবল আলিয়া কাজ করছেন, এই পাকা খবরটুকুই আমরা জানাতে পারি”।
advertisement
অক্ষয় অবশ্য এটুকু বলতে ভোলেননি যে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এখন একের পর এক ছবি তৈরি হতে থাকবে। শোনা যাচ্ছে পাঠান ২ তৈরি হবে। ওয়ার ২ তৈরি হওয়ার খবরও এসেছে যেখানে কাজ করতে পারেন হৃতিক রোশন, কিয়ারা আদবানি এবং জুনিয়র এনটিআর। তবে এই স্টার কাস্ট কতটা সত্যি, কতটা গুজব, তা সময় হলেই বোঝা যাবে। তেমনই পাঠান ২-তে শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোনকে আবার দেখা যাবে কি না, তা জানাও সময়ের অপেক্ষা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2024 2:59 PM IST