South 24 Parganas News: নাটকের কারিগরি কর্মশালা! মঞ্চের আলো ও রূপসজ্জা নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন নাট্যদলের

Last Updated:

Theatre Workshop: থিয়েটার ও নাটকে আলো এবং মেকআপ দু'টোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে দু'টো বিষয়কে কেন্দ্র করে একটি নাটক দর্শকদের মনজয় করে। তাই ওই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।

+
নাটকের

নাটকের কর্মশালা

দক্ষিণ ২৪ পরগনা: সময়ের সঙ্গে হারিয়ে যেতে বসেছে থিয়েটারের চর্চা। আর সেই থিয়েটারকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এল জয়নগরের একটি নাট্যসংস্থা। পাশাপাশি আগামী প্রজন্ম উদ্বুদ্ধ করার লক্ষ্য নিল তারা। নেওয়া হল বিশেষ ব্যবস্থা। ‌নাটকের গুণগত মান উন্নয়নের লক্ষ্যে জয়নগরে হয়ে গেল একদিনের এক বিশেষ কর্মশালা।
নাটকের কর্মশালায় মঞ্চের আলোর বিন্যাস ও মেকআপের উপর গুরুত্ব দেওয়া হয়। জয়নগর মজিলপুরের সংস্কৃতির ইতিহাসে উজ্জ্বলতম ব্যক্তিত্ব সুভাষ বসুর ৯৫তম জন্ম দিবস এবং তার সৃষ্টি ‘এষণা’র ৫৭তম বছর উদযাপন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়। তার মধ্যে অন্যতম এই কর্মশালা।
advertisement
advertisement
এই কর্মশালার নাম দেওয়া হয় ‘জমাটি আসর’। জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে এই কর্মশালায় নাটকে আলোর ব্যবহার নিয়ে পর্যালোচনা করেন থিয়েটার জগতে বিশিষ্ট শিল্পী বিধাতৃদেব সরকার ও সুব্রত সরকার। এর পাশাপাশি মেকআপ একটি নাটকের কতটা গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়ে আলোচনা করা হয়।
এদিনের এই কর্মশালা নিয়ে ‘এষণা’র সূত্রে জানা যায় থিয়েটার ও নাটকে আলো এবং মেকআপ দু’টোই খুব গুরুত্বপূর্ণ বিষয়। যে দু’টো বিষয়কে কেন্দ্র করে একটি নাটক দর্শকদের মনজয় করে। তাই ওই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালার ফলে এলাকার নাট্যকর্মীরা উপকৃত হবেন বলেও দাবি। এছাড়া নতুন প্রজন্ম যাতে এগিয়ে এসে এবং নাটকের মুল আলোচ্য বিষয় লাইট মেকআপ আর কতটা গুরুত্ব তারপরে বিশেষ নজর দেওয়া হয়। এ ধরনের কর্মশালায় আসতে পেরে খুশি বিশিষ্ট নাট্যকর্মীরা জানান, নাটকের মান উন্নয়নের জন্য এই ধরনের কর্মশালার খুব প্রয়োজন।
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
South 24 Parganas News: নাটকের কারিগরি কর্মশালা! মঞ্চের আলো ও রূপসজ্জা নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন নাট্যদলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement