South 24 Parganas News: মিলছে না নতুন নাট্যশিল্পী, প্রতিভার সন্ধানে নাট্যমেলা ডায়মন্ডহারবারে
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
South 24 Parganas News: রাজ্য পরিবহন দফতরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল এই নাট্য উৎসবের সূচনা করেছেন।
ডায়মন্ডহারবার: মিলছে না নতুন নাট্যশিল্পী, আর সেজন্য নতুন প্রতিভার সন্ধানে নাট্যমেলা আয়োজিত হল ডায়মন্ডহারবারে। রাজ্য নাট্য আ্যকাডেমির উদ্যোগে এই নাট্যমেলার আয়োজন করা হয়। এই নাট্য মেলা করতে সহযোগিতা করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা তথ্য সংস্কৃতি দফতর। জেলার মানুষদের কলকাতায় গিয়ে নাটক দেখার সুযোগ ও সময় খুব একটা হয় না, সেজন্য তাদের কথা মাথায় রেখে ডায়মন্ডহারবারের রবীন্দ্রভবনে এই নাট্যমেলা করা হয়েছে।
মূল লক্ষ্য ছিল নতুন প্রতিভার সন্ধান, আর্থিক অনুদান দিয়ে নাট্যদল ও নাট্য শিল্পীদের প্রথম সারিতে এগিয়ে নিয়ে আসা। রাজ্য পরিবহন দফতরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল এই নাট্য উৎসবের সূচনা করেছেন। মহাকুমাশাসক অঞ্জন ঘোষ, পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সচিব-সহ একাধিক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন নাট্য অ্যাকাডেমি নির্বাচিত ৮টি নাটক সম্পূর্ণ বিনামূল্যে এখানে দেখানো হয়। চারদিনের এই নাট্যমেলা শেষ হবে ২০ ফেব্রুয়ারি।
advertisement
advertisement
এ নিয়ে রাজ্য নাট্য অ্যাকাডেমির সচিব দেব কুমার হাজরা বলেন, ”আমরা চাই নতুন প্রজন্মকে উৎসাহ দিতে। আরও নতুন প্রতিভার অন্বেষণ করতে এসে এমন অনেক অভিনেতাকে আমরা খুঁজে পেয়েছি, যাঁরা কলকাতার অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করার মতো দক্ষতা আছে। এই নাট্যমেলা করার ফলে তাঁদের আমরা খুঁজে পেয়েছি। যা খুবই সুখকর খবর।”
advertisement
নবাব মল্লিক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 20, 2024 2:03 PM IST










