এই সপ্তাহে বাংলা সিরিয়ালে দাপট দেখাল লোকনাথ-রাসমণি, শীর্ষে আজও বকুলকথা

Last Updated:

আতিবাহিত আরও একটি রুদ্ধশ্বাস সপ্তাহ ৷ গ্ল্যামার, দক্ষতা, সৌন্দর্য, কাহিনি বিন্যাস, সৃজনশীল পরিচালনা, সব মিলিয়ে জমজমাট বাংলা টেলিভিশন ৷

#কলকাতা: আতিবাহিত আরও একটি রুদ্ধশ্বাস সপ্তাহ ৷ গ্ল্যামার, দক্ষতা, সৌন্দর্য, কাহিনি বিন্যাস, সৃজনশীল পরিচালনা, সব মিলিয়ে জমজমাট বাংলা টেলিভিশন ৷ কেউ, কারোর থেকে নেই এক কদমও পিছিয়ে ৷ প্রতি মুহূর্তে চরম উৎকণ্ঠা ও অতৃপ্ততাই বাড়িয়ে তুলেছে কয়েক গুণ বেশি আগ্রহ ৷
190718_SERIAL RETTING_SIMPLE
এই সপ্তাহের সেরা ৫ ধারাবাহিকের তালিকায় রয়েছে বকুলকথা, জয়বাবা লোকনাথ, করুণাময়ী রাণী রাসমণি, কৃষ্ণকলি ও সাত ভাই চম্পা ৷ প্রতিদিনের প্রাইম টাইম আপনারাই সাজিয়েছেন আপনাদের পছন্দে ৷ পছন্দের তালিকায় এই সপ্তাহে যৌথভাবে সেরা বকুলকথা ও জয়বাবা লোকনাথ ৷ একদিকে বকুলের জীবনের টানাপোড়েন, চলার পথে বিভিন্ন বাধা বিপত্তি বকুলের জীবনকে করে তুলেছে আরও জটিল ৷
advertisement
advertisement
তবে সব জটিলতা সরিয়ে বকুল প্রতিটি ক্ষেত্রেই জীবন সংগ্রামে সফল হয়েছে ৷ অন্যদিকে জয়বাবা লোকনাথের ভাব জনমানসে গভীর রেখাপাত করেছে ৷ সন্ধে ৭টা মানেই জয়বাবা লোকনাথ, সন্ধে সাড়ে ৬টা-৭টা এই এক ঘণ্টা জুড়ে ভক্তিরসের ডবল ডোজ বেশ জনপ্রিয় হয়েছে সারা বাংলায় ৷ বাংলা টেলিভিশনের নতুন ধারাবাহিক কৃষ্ণকলিও বেশ অল্প সময়েই কেড়েছে সবার নজর ৷ সাত ভাই চম্পাও দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছে বহুদিন ধরেই ৷
advertisement
তবে দর্শকদের ভাললাগা ও ভালবাসার অন্যতম কারণ নিটোল কাহিনি বিন্যাস ও গল্পের বাঁধন, দক্ষ পরিচালনা ও অনবদ্য কৃষ্টি ৷ সব মিলিয়েই প্রতিটি সপ্তাহেই দর্শক নামক জাগ্রত দেবতাকে সন্তুষ্ট করতে হয় নির্মাতা ও নির্দেশককে ৷ সেই সূত্রেই একের পর এক চমক রোজ নতুনের জীবনে এক নতুন দিগন্তের সঞ্চার ঘটায় ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
এই সপ্তাহে বাংলা সিরিয়ালে দাপট দেখাল লোকনাথ-রাসমণি, শীর্ষে আজও বকুলকথা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement