corona virus btn
corona virus btn
Loading

প্রিয় বাংলা গানে টেলি অভিনেত্রীর টিকটক ভিডিও ভাইরাল, এক ধাক্কায় বিনোদনের মাত্রা বেড়েছে কয়েকগুণ

প্রিয় বাংলা গানে টেলি অভিনেত্রীর টিকটক ভিডিও ভাইরাল, এক ধাক্কায় বিনোদনের মাত্রা বেড়েছে কয়েকগুণ

ক্রমশই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি

  • Share this:

#কলকাতা: সোশ্যাল মিডিয়া তোলপাড় করেছে দুই যুবতীর গানের ভিডিও ৷ এই ঘটনা প্রথমবার নয় এর আগেও এমন ঘটনা বারেবারে ঘটেছে ৷ মানুষের আশার ভালবাসার বন্ধু সোশ্যাল মিডিয়া ৷ এই খানেই ভাললাগা বা ভালবাসাগুলি ব্যক্ত করার এক বিশেষ জায়গাই হল সোশ্যাল মিডিয়া ৷

মানুষের সমস্ত ভাল ইচ্ছাগুলি ডানা মেলে চলুক ৷ মন জীবনের সব থেকে বড় জায়গাজুড়ে থাকে ৷ মন আসলে শরীরের সঙ্গে সব থেকে বেশি একাত্ম থাকতে পারে শরীর ভাল থাকলে মনও ভাল থাকে ৷ মন ভাল থাকলেই শরীরও ভাল থাকে ৷ এমন একটি গানে দুই যুবতী ভিডিও শ্যুট করে বাইরাল হয়েছে ৷

একটি জনপ্রিয় বাংলা গানে ভিডিও শ্যুট করে ভাইরাল হয়েছেন ফেসবুকে ৷ গানটি হল তোমর ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পার ৷ আমার ভাললাগা ভালবাসা তোমায় দেব আরও, তুমি হাতটা শুধু ধরো আমি হব নাকো কারো ৷ সঞ্চারি এমনইতেই টলিপাড়ার ইদানিং বেশ পরিচিত মুখ ৷ তিনিই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন ৷ একনজরে দেখে নিন তাঁদের টিকটক ভিডিও ৷

First published: November 14, 2019, 1:13 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर