জমে যাওয়া শীতের দুপুরের বড় চমক, রঙ্গোবতি গানে কালো পোশাকে যুবতীর জমাটি নাচ, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম

Last Updated:

তিনি রঙ্গোবতি চ্যালেঞ্জ নিয়ে সবইকে হয়ত বলছেন চ্যালেঞ্জ নিবি না

#কলকাতা: জমে যাওয়া শীতের সকালের সব থেকে বড় চমক ! যুবতীর রঙ্গোবতি নাচে গা গরম হয়ে য়াওয়ার যোগায় ৷ এই রঙ্গোবতি নাচ আজকের নয় ৷ বিগত কয়েক মাস ধরেই রঙ্গোবতির প্রেমে পড়েছেন বহ মানুষ ৷ রঙ্গোবতির চ্যালেঞ্জ নিয়ে বাকিদের উদ্দেশ্যে তিনি হয়তো বলছেন চ্যলেঞ্জ নিবি না ৷ মূলত একটি ওড়িয়া ভাষায় রঙ্গোবতি গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে ৷
সেই গানটি আজকের নয় বেশ কয়েক বছর ধরেই নেট দুনিয়া কাঁপিয়েছে ৷ সম্বলপুরের পরিচিত গানটি এখন বাংলা কাঁপয়ে সারা দেশ মাতিয়ে এক সূত্রে গেঁথেছে দেশের ঐতিহ্যকে ৷ সেই রঙ্গোবতি গানই বামংলায় সাধারণ মামুষ থেকে সেলিব্রটিরা কাঁপিয়েছেন টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া ৷ বাংলায় গানটি সুরজিৎ চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তী গেয়েছেন ৷ নির্দেশক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি গোত্রতে এই গানটি ব্যবহার করা হয়েছে ৷
advertisement
advertisement
মুক্তি পাওয়ার আগে থেকেই সোশ্যাল মিডিয়া প্রমোশনে এক বিশেষ ভূমিকা নিয়েছে গানটি ৷ ইমন চক্রবর্তীর গানে এক জমাচটি নাচ নেচে ফেসবুক কাঁপিয়েছেন এক যুবতী ৷ কালো পোশাকে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম শুরু করেছেন এক যুবতী ৷ সেই ভিডিওই রইল ৷ দেখে নিন একনজরে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জমে যাওয়া শীতের দুপুরের বড় চমক, রঙ্গোবতি গানে কালো পোশাকে যুবতীর জমাটি নাচ, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement