জমে যাওয়া শীতের দুপুরের বড় চমক, রঙ্গোবতি গানে কালো পোশাকে যুবতীর জমাটি নাচ, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম

Last Updated:

তিনি রঙ্গোবতি চ্যালেঞ্জ নিয়ে সবইকে হয়ত বলছেন চ্যালেঞ্জ নিবি না

#কলকাতা: জমে যাওয়া শীতের সকালের সব থেকে বড় চমক ! যুবতীর রঙ্গোবতি নাচে গা গরম হয়ে য়াওয়ার যোগায় ৷ এই রঙ্গোবতি নাচ আজকের নয় ৷ বিগত কয়েক মাস ধরেই রঙ্গোবতির প্রেমে পড়েছেন বহ মানুষ ৷ রঙ্গোবতির চ্যালেঞ্জ নিয়ে বাকিদের উদ্দেশ্যে তিনি হয়তো বলছেন চ্যলেঞ্জ নিবি না ৷ মূলত একটি ওড়িয়া ভাষায় রঙ্গোবতি গানটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে ৷
সেই গানটি আজকের নয় বেশ কয়েক বছর ধরেই নেট দুনিয়া কাঁপিয়েছে ৷ সম্বলপুরের পরিচিত গানটি এখন বাংলা কাঁপয়ে সারা দেশ মাতিয়ে এক সূত্রে গেঁথেছে দেশের ঐতিহ্যকে ৷ সেই রঙ্গোবতি গানই বামংলায় সাধারণ মামুষ থেকে সেলিব্রটিরা কাঁপিয়েছেন টেলিভিশন থেকে সোশ্যাল মিডিয়া ৷ বাংলায় গানটি সুরজিৎ চট্টোপাধ্যায় ও ইমন চক্রবর্তী গেয়েছেন ৷ নির্দেশক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি গোত্রতে এই গানটি ব্যবহার করা হয়েছে ৷
advertisement
advertisement
মুক্তি পাওয়ার আগে থেকেই সোশ্যাল মিডিয়া প্রমোশনে এক বিশেষ ভূমিকা নিয়েছে গানটি ৷ ইমন চক্রবর্তীর গানে এক জমাচটি নাচ নেচে ফেসবুক কাঁপিয়েছেন এক যুবতী ৷ কালো পোশাকে সোশ্যাল মিডিয়ায় তুলকালাম শুরু করেছেন এক যুবতী ৷ সেই ভিডিওই রইল ৷ দেখে নিন একনজরে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
জমে যাওয়া শীতের দুপুরের বড় চমক, রঙ্গোবতি গানে কালো পোশাকে যুবতীর জমাটি নাচ, সোশ্যাল মিডিয়ায় তুলকালাম
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement