The Kashmir Files: ‘কাশ্মীর ফাইলস’ সিনেমা হলে গিয়েই দেখুন, সমালোচকদের কড়া জবাব দেওয়ার সময় এসেছে...’, ট্যুইট অনুপম খেরের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Anupam Kher's tweet on The Kashmir Files: ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ বলে যাঁরা দাবি করেছেন, তাঁদের কটাক্ষ করেই অনুপম খের ট্যুইট করেছেন ৷
মুম্বই: নীলকণ্ঠ শিবের নীল রং মুখে মাখা। কপালে শিবের তীলক। সদ্য মুক্তিপ্রাপ্ত ও বহু চর্চিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে এটাই অভিনেতা অনুপম খেরের লুক। ছবিতে নিজে একজন কাশ্মীরি পণ্ডিতের চরিত্রে অভিনয় করেছেন অনুপম। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিটি কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের ঘরছাড়া হওয়া ও অত্যাচারের গাঁথা। ছবিটি নিয়ে বিতর্ক কিছু কম হয়নি ৷ বরং তা শেষ হওয়ারও নাম নেই ৷ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এই সিনেমা (Anupam Kher's tweet on The Kashmir Files) ৷ যাঁরা ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ বলে দাবি করেছেন, তাঁদের কটাক্ষ করেই অনুপম খের ট্যুইট করেছেন, ‘‘ এবার তো দ্য কাশ্মীর ফাইলস সিনেমা হলে গিয়েই দেখুন ৷ আপনারা ৩২ বছর বাদে কাশ্মীরি হিন্দুদের দুঃখ ও সমস্যার কথা জানতে পেরেছেন ৷ তাঁদের সঙ্গে যা অত্যাচার হয়েছে, তা বুঝতে পেরেছেন ৷ ওদের প্রতি সহানুভূতি দেখান ৷ কিন্তু যে মানুষরা এই ট্র্যাজেডিকে নিয়ে মজা করছেন, দয়া করে তাদের আপনারা নিজেদের শক্তি প্রমাণ করে দিন ৷ ’’
বক্স অফিসে আলোড়ন ফেলে দিয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। ছবিটি এতটাই সাড়া ফেলেছে যে ৯ দিনের মধ্যে বক্স অফিসে ১০০ কোটির বেশি আয় করেছিল। এবার ২০০ কোটিও ছাড়িয়ে গেল দ্য কাশ্মীর ফাইলস। বুধবার এই ছবির বক্স অফিস সংগ্রহ ছিল ১০ কোটি টাকা। এভাবেই ফের নতুন রেকর্ড গড়ল ছবিটি।
advertisement
advertisement
अब तो दोस्तों #TheKashmirFiles सिनमा हॉल में ही जाकर देखना।आप लोगों ने 32 साल बाद #KashmiriHindus के दुःख को जाना है।उनके साथ हुए अत्याचार को समझा है। उनके साथ सहानुभूति दिखाई है।लेकिन जो लोग इस tragedy का मज़ाक़ उड़ा रहे है।कृपया उनको अपनी ताक़त का एहसास कराएँ।🙏 #Shame pic.twitter.com/ytu8vLhY9C
— Anupam Kher (@AnupamPKher) March 24, 2022
advertisement
মহামারী শুরু হওয়ার পর থেকে দ্য কাশ্মীর ফাইলসই (The Kashmir Files) প্রথম ছবি, যে বক্স অফিসে ২০০ কোটির বেশি আয় করল। আগেই ছাড়িয়েছিল সূর্যবংশীর মতো ছবির বক্স অফিস রেকর্ড। কাশ্মীর ফাইলসের আগে অক্ষয় কুমারের এই ছবিই বক্স অফিসে সবচেয়ে বেশি রোজগার করেছিল। এমনকী, প্রতিদিনের বক্স অফিস রেকর্ডে আমির খানের দঙ্গলকেও রীতিমতো টেক্কা দিচ্ছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই ছবি। প্রথম সপ্তাহেই এই ছবি বক্স অফিসে ৯৭.৩০ টাকার ব্যবসা করে। ছবিটিকে এবার তেলুগু, তামিল, কন্নড় ও মালয়লিতে ডাব করা হবে বলেও জানা যাচ্ছে।
advertisement
৬৩০ টি সিনেমা স্ক্রিনে এই ছবি মুক্তি পেয়েছিল। তবে ছবির এমন বক্স অফিস সাফল্য দেখে দেশের আরও বহু প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। দ্য কাশ্মীর ফাইলস-এ (The Kashmir Files) অভিনয় করেছেন অনুপম খের, পল্লবী জোশী, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 25, 2022 6:41 AM IST