corona virus btn
corona virus btn
Loading

কত স্মৃতি, কত কথা, কাদের খানের সুপারহিট সংলাপেই অমিতাভ বচ্চন সুপারস্টার হয়েছেন

কত স্মৃতি, কত কথা, কাদের খানের সুপারহিট সংলাপেই অমিতাভ বচ্চন সুপারস্টার হয়েছেন
কাদের খান ও অমিতাভ বচ্চন ৷ ছবি সৌজন্যে ট্যুইটার ৷

প্রথম মৃত্যু বার্ষিকীতে মনে পড়ে এমন অনেক ঘটনা

  • Share this:

#মুম্বই: বলিউডের একটি নায়ক ও নায়িকার জুটি সুপারহিট হয় ৷ নিজের নিজের সত্তার জন্য, আচার আচরণ নিয়েও এক অনন্য পরিচয় বহন করেন সবাই ৷ দুরন্ত সংলাপের জন্য বলিউড অভিনেতা কাদের খান বিশেষ ভাবে পরিচিত ৷ কাদের খানের লেখা সংলাপে বলিউডের বড় থেকে বড় স্টারেরা নিজেদের ভবিষ্যৎ নির্মাণ করেছেন ৷ কাদের খান শুধুই সংলাপের জন্য বিখ্যাত ছিলেন না তিনি অভিনয়ের জন্য সবার মনে চিরকালই বেঁচে থাকবেন ৷

কাদের খান খলনায়ক ও ভিলেনের চরিত্রে অভিনয় করে বিশেষ সম্মান পেয়েছেন সবার কাছে ৷ তবে সব থেকে বড় বিষয় এটিই ৩১ ডিসেম্বর ২০১৮ সালে তিনি মারা গিয়েছিলেন ৷ পয়লা জানুয়ারি ২০১৯-এর প্রথম দিনেই সবাই জানতে পেরেছিলেন কাদের খান পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ৷ তাঁর চলে যাওয়ার এক বছর বহু মানুষকে কাঁদিয়েছে ৷ ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি শিল্পী হিসাবে কাদের খান পরিচিত তিনি ৩০০ থেকে বেশি ছবিতে অভিনয় করেছেন ৷ অনেক বড়বড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি ৷

অমিতাভ বচ্চন হয়েছেন কাদের খানের অনেক সংলাপ নির্ভর করে ৷ তাঁর সংলাপে অমিতাভ বচ্চন এক আলাদা রাস্তা নির্মাণ করেছেন নিজের ৷ ১৯৭৮ সালের মুকাদ্দর কা সিকান্দর, ১৯৭৯ সালে মিস্টার নটওরলাল, ১৯৮২ সত্তে পে সত্তা, ১৯৮০ সালের কুলি ৷ কাদের খানের সংলাপের উপর নির্ভর করে এক লাফে অমিতাভ বচ্চন সবার নজর কেড়েছিলেন ৷

Published by: Arjun Neogi
First published: December 31, 2019, 7:37 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर