Miss World 2025: হায়দরাবাদে থাইল্যান্ডের ওপালের মাথায় উঠল বিশ্ব সুন্দরী ২০২৫-এর শিরোপা! কে এই নারী জানেন কি

Last Updated:

Miss World 2025: ওপাল একজন পেশাদার মডেল হিসাবে কাজ করছেন। স্তন ক্যানসার নিয়ে সচেতনতার জন্য তাঁর প্রচারাভিযান ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উদ্ভূত।

News18
News18
হায়দরাবাদ: ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জয়ীর শিরোপা উঠেছে থাই সুন্দরী ওপাল সুচাতা চুয়াংশ্রীর মাথায়। ২০২৩ সালের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা পাইসকোভা সেই জমকালো অনুষ্ঠানে সময় সুচাতাকে মুকুট পরিয়েছেন।
মিস মার্টিনিককে তৃতীয় রানার-আপ, মিস পোল্যান্ড দ্বিতীয় রানার-আপ এবং মিস চেক প্রজাতন্ত্রকে প্রথম রানার-আপ ঘোষণা করা হয়েছে। বিজয়ী হিসাবে, সুচাতা ৮.৫ কোটি টাকা (প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার) পুরস্কার পাবেন। থাইল্যান্ডের ফুকেটে জন্মগ্রহণকারী সুচাতা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী ১০৮ জন প্রতিযোগীর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছেন।
ওপাল একজন পেশাদার মডেল হিসাবে কাজ করছেন। স্তন ক্যানসার নিিয়ে সচেতনতার জন্য তাঁর প্রচারাভিযান ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে উদ্ভূত। মাত্র ১৬ বছর বয়সে, ওপাল তাঁর স্তনে একটি লাম্প আবিষ্কার করেন। সেটি ক্যানসার না হলেও তাঁকে থাইল্যান্ডে এই নিয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য অনুপ্রাণিত করে।
advertisement
advertisement
ওপালের প্রচারাভিযান, Opal For HER, নারীদের জন্য শিক্ষা এবং ক্ষমতায়নের দিকে বিশেষ নজর দেয়। এবং তাঁর ফাইনাল গাউনটি এই মিশনের প্রতি শ্রদ্ধা হিসাবে ডিজাইন করা হয়েছিল।
হায়দরাবাদে গ্র্যান্ড ফাইনালটি সৌন্দর্য, সংস্কৃতি এবং উদ্দেশ্যের উদযাপন করে। ইভেন্টটিতে বলিউড তারকা জ্যাকলিন ফার্নান্ডেজ এবং ঈশান খট্টরও পারফর্ম করেন।
advertisement
বিচারক প্যানেলে বৈশ্বিক ব্যক্তিত্বদের অভিনেতা সোনু সুদ, সুধা রেড্ডি, যিনি বর্তমানে Miss World Foundation এর ‘Beauty With a Purpose’ উদ্যোগের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসাবে কাজ করছেন। এছাড়াও প্যানেলে ছিলেন ড. কারাইনা টারেল (মিস ইংল্যান্ড ২০১৪ এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ) এবং বর্তমান মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা সাইকোভা।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Miss World 2025: হায়দরাবাদে থাইল্যান্ডের ওপালের মাথায় উঠল বিশ্ব সুন্দরী ২০২৫-এর শিরোপা! কে এই নারী জানেন কি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement