Tele Academy Awards 2023: ‘একজনের তিনবার বিয়ে হচ্ছে, আর কূটকচালি...’ বাংলা সিরিয়াল নিয়ে যা বললেন মমতা

Last Updated:

বাংলা সিরিয়ালগুলির প্রশংসা করার পাশাপাশি তিনি তুলে ধরলেন সিরিয়ালগুলির খামতিও। বাংলা সিরিয়ালের চিরপরিচিত গল্প বলার ঢঙ নিয়ে ঠাট্টা করলেন মুখ্যমন্ত্রী৷

‘একজনের তিনবার বিয়ে হচ্ছে, আর কূটকচালি...’ বাংলা সিরিয়াল নিয়ে যা বললেন মমতা
‘একজনের তিনবার বিয়ে হচ্ছে, আর কূটকচালি...’ বাংলা সিরিয়াল নিয়ে যা বললেন মমতা
এইবছর ফের আয়োজিত হল পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড। সম্মানিত হলেন বহু তারকা। ছোটপর্দার শিল্পীদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ বাংলা সিরিয়ালগুলির প্রশংসা করার পাশাপাশি তিনি তুলে ধরলেন সিরিয়ালগুলির খামতিও। বাংলা সিরিয়ালের চিরপরিচিত গল্প বলার ঢঙ নিয়ে ঠাট্টা করলেন মুখ্যমন্ত্রী৷
বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘‘আপনারা যেমন মানুষকে সচেতন করেন, শিক্ষিত করেন, অনুপ্রেরণা জোগান, কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ান৷ ভাল জিনিস আপনারা যেটা দেখান, তা দেখে মানুষ অনুপ্রাণিত হয়৷ যা দেখে মানুষ বারবার ভাবে আমাকেও এরকম হতে হবে৷ তবে ভুল ভ্রান্তিও থাকতে পারে৷ কিছু কিছু ক্রাইমের দৃশ্য লোকে আবার নকলও করে৷’’
advertisement
advertisement
সেইসঙ্গে বাংলা সিরিয়ালের চিরপরিচিত সাংসারিক বিবাদ, শাশুড়ি বৌমার লড়াই বা চরিত্র গুলির একাধিক বিয়ের প্রসঙ্গও তুলে ধরলেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন,‘‘একজনের তিনবার বিয়ে হচ্ছে৷ আর একটা কূটকচালিতো থাকবেই৷ পজেটিভটাকে নেগেটিভ করে নিয়ে যাওয়া, সিরিয়াল টাকে বাড়িয়ে দেওয়া৷’’
advertisement
তবে সিরিয়ালগুলির ভূয়সী প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী৷ সিরিয়াল বাংলার প্রতিটি ঘরে দৈনন্দিন জীবনে জায়গা করে নিয়েছে৷ সিরিয়ালের ভাল চরিত্রগুলিও মানুষকে প্রভাবিত করে৷ তাই বাংলা টেলিভিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ৷ ক্রাইমের দৃশ্য দেখানোর ক্ষেত্রেও সচেতন হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অপরাধের ঘটনাগুলি দেখানোর পাশাপাশি অপরাধীদের শাস্তির বিষয়টিও দেখানোর কথা বলেন মমতা বন্দোপাধ্যায়৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Tele Academy Awards 2023: ‘একজনের তিনবার বিয়ে হচ্ছে, আর কূটকচালি...’ বাংলা সিরিয়াল নিয়ে যা বললেন মমতা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement