Big Boss 15: 'বিগ বস ১৫' বিজয়ী তেজস্বী প্রকাশের সঙ্গে বিশেষ মুহূর্তে করণ কুন্দ্রা! ভাইরাল ছবি

Last Updated:

Big Boss 15: ওই আবেগঘন মুহূর্তে তেজস্বী যখন একটি সুন্দর গোলাপি রঙের পোশাকে মেলে ধরেছেন নিজেকে, তখন করণ কুন্দ্রার একেবারে সাধারণ পোশাক উভয়ের মধ্যে বেশ ঘরোয়া শান্ত লুক এনে দিয়েছে।

ভাইরাল ছবি
ভাইরাল ছবি
#নয়াদিল্লি: 'বিগ বস ১৫'-এর (Big Boss 15) শিরোপা জিতে একেবারে সপ্তমে রয়েছেন তেজস্বী প্রকাশ (Tejasswi Prakash)। ওই শোতে তাঁর প্রেমিক করণ কুন্দ্রা (Karan Kundrra) দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। সম্প্রতি পাপারাজ্জির চোখে ধরা পড়ল জুটির আবেগঘন মুহূর্ত।
দেশের অন্যতম জনপ্রিয় শো জয়ের আনন্দ তেজস্বীর মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। বিগ বস হাউসে করণ কুন্দ্রার সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের খুবই ভালো লেগেছে।
ওই আবেগঘন মুহূর্তে তেজস্বী যখন একটি সুন্দর গোলাপি রঙের পোশাকে মেলে ধরেছেন নিজেকে, তখন করণ কুন্দ্রার একেবারে সাধারণ পোশাক উভয়ের মধ্যে বেশ ঘরোয়া শান্ত লুক এনে দিয়েছে।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় নেটিজেন এবং বিগ বসের ফ্যানরা ক্রমাগত কমেন্ট করে কমেন্ট বক্স একেবারে ভরিয়ে ফেলেছেন। অনেক ভক্তরাই করণ কুন্দ্রা এবং তেজস্বীর ফটোতে মন্তব্য করে নিজেদের ভালোবাসা ব্যক্ত করছেন। আবার কেউ কেউ দু’কদম এগিয়ে উভয়কে ‘দাদা-বৌদি’ও বলে ফেলেছেন।
'বিগ বস ১৫' হাউসে করণ কুন্দ্রার সঙ্গে তেজস্বী প্রকাশের রসায়ন তাদের ভক্তদের মধ্যে আরও জনপ্রিয়তা এনে দিয়েছে, এই ভালো রসায়নের কারণেই তেজস্বীর জন্য 'বিগ বস ১৫' ট্রফি জেতা একটু সহজ হয়ে গিয়েছিল বলে মনে করছেন অনেক দর্শক।
advertisement
শুধু বিগ বসের ট্রফি জেতাই নয়, তেজস্বীকে বিগ বস ১৫ আরও একটি নতুন সুযোগ এনে দিয়েছে। খুব সম্প্রতি শুরু হতে চলা একতা কাপুরের (Ekta Kapoor) সিরিয়াল 'নাগিন' (Nagin)-এর পরবর্তী সিজনে নাগিনের ভূমিকার জন্য নির্বাচিত হয়েছেন তেজস্বী।
advertisement
'বিগ বস ১৫'-এর গ্র্যান্ড ফিনালেতে, ৫ ফাইনালিস্ট করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, নিশান্ত ভাট (Nishant Bhat), শমিতা শেঠি (Shamita Shetty) এবং প্রতীক সহজপালের (Pratik Sehajpal) মধ্যে কঠিন লড়াই হয়েছিল। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি ছিলেন না।
এমতাবস্থায় প্রতীক সহজপালকে অল্প ভোটের ব্যবধানে হারিয়ে 'বিগ বস ১৫' ট্রফি জিতেছেন তেজস্বী প্রকাশ।
advertisement
তবে বিগ বস মানেই কনট্রোভার্সি, তাই তেজস্বীর জয় নিয়েও কম শুনতে হয়নি কর্তৃপক্ষকে। বিগ বসের অন্তিম পর্বের ফলাফল ঘোষণার পরে, প্রতীক নিজের ট্যুইটারে (Twitter) দর্শকদের উদ্দেশ্য লেখেন, ‘ফিক্সড উইনার’। তবে তেজস্বীর পাশাপাশি প্রতীকও দর্শকদের অফুরান ভালোবাসা পেয়েছেন। বিভিন্ন সোশ্যাল সাইটে প্রতীকের জন্য দর্শকে উদ্বেগই সে কথা প্রমাণ করে। তবে সব কিছুর শেষে বিগ বসের বিজয়ী একজনই, তিনি তেজস্বী প্রকাশ!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Big Boss 15: 'বিগ বস ১৫' বিজয়ী তেজস্বী প্রকাশের সঙ্গে বিশেষ মুহূর্তে করণ কুন্দ্রা! ভাইরাল ছবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement