‘তিন’ লুকে অমিতাভ, সঙ্গে বিদ্যা-নওয়াজ!

Last Updated:

গোটা শহর যেন অপেক্ষা করছিল তাঁর জন্যই ৷ শেষমেশ শ্যুটিংয়ের তৃতীয় দিনে এলেন তিনি ৷ অমিতাভ বচ্চন ৷ সুজিত সরকারের ‘পিকু’ ছবির পর, ফের কলকাতায় শ্যুটিংয়ে তিনি ৷ তবে এবার ফ্যামিলি ড্রামা নয়, বরং পরিচালক ঋভু দাশগুপ্ত-র থ্রিলার ছবিতেই অভিনয় করতে দেখা যাবে ৷ সঙ্গে বিদ্যা বালন ও নওয়াজুদ্দিন সিদ্দিকি৷

#কলকাতা: গোটা শহর যেন অপেক্ষা করছিল তাঁর জন্যই ৷ শেষমেশ শ্যুটিংয়ের তৃতীয় দিনে এলেন তিনি ৷ অমিতাভ বচ্চন ৷ সুজিত সরকারের ‘পিকু’ ছবির পর, ফের কলকাতায় শ্যুটিংয়ে তিনি ৷ তবে এবার ফ্যামিলি ড্রামা নয়, বরং পরিচালক ঋভু দাশগুপ্ত-র থ্রিলার ছবিতেই অভিনয় করতে দেখা যাবে ৷ সঙ্গে বিদ্যা বালন ও নওয়াজুদ্দিন সিদ্দিকি৷
shooting-1
শুক্রবার সকাল ৭টা থেকেই শুরু হয়েছিল অমিতাভকে নিয়ে ‘তিন’ ছবির শ্যুটিং ৷ এদিনই প্রথম ঋভুর ক্যামেরার ওপারে অমিতাভ ৷ যেখানে এতদিন নওয়াজ ও বিদ্যাকে নিয়ে রাইটার্স বিল্ডিংয়ে শ্যুটিং করছিলেন ঋভু ৷ অমিতাভের সময় পালটে গেল শ্যুটিং লোকেশন৷ দক্ষিণ কলকাতার রবীন্দ্রসরোবরে কড়া নিরাপত্তায় চলল ছবির শ্যুটিং ৷ পরিচালক ঋভু-র অ্যাকশন শব্দতেই ক্যামেরা চালু, আর অভিনয়ে অমিতাভ, বিদ্যা ও নওয়াজ ৷
advertisement
advertisement
‘তিন’ ছবিতে অমিতাভের লুক ইতিমধ্যেই নজর কেড়েছে ৷ সাদা ট্রিম দাড়ি ৷ খয়েরি রঙের খদ্দরের জামা৷ হাভে-ভাবেই রহস্যের ছাপ ৷ থ্রিলার বলেই হয়তো, সাজগোজেও সেই ছাপ!
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘তিন’ লুকে অমিতাভ, সঙ্গে বিদ্যা-নওয়াজ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement