স্বামীর আপত্তি? যৌনদৃশ্যে অভিনয় নয়, সাফ জানিয়ে দিলেন গওহর খান!

Last Updated:

য়োজনের বেশি এক্সপ্রেস করবেন না নিজেকে, বিয়ের পরই এমন জানালেন গওহর খান (Gauahar Khan)।

#মুম্বই: অকারণে বোল্ড চরিত্র করবেন না তিনি। প্রয়োজনের বেশি এক্সপ্রেস করবেন না নিজেকে, বিয়ের পরই এমন জানালেন গওহর খান (Gauahar Khan)। একটি সাক্ষাৎকারে বললেন, যত বড় বাজেটেরই ছবি হোক না কেন, চরিত্রে তেমন কিছু দেওয়ার না থাকলে, সেই কাজ তিনি বাতিল করেন।
সম্প্রতি কোরিওগ্রাফার জায়েদ দরবারের (Zaid Darbar) সঙ্গে নিকাহ হয়েছে ইশকজাদে খ্যাত অভিনেত্রী গওহর-এর। তার পর থেকেই চর্চায় রয়েছেন তিনি। বিয়ের পর পরই পুরোদমে শুরু করে দিয়েছেন কাজও। বর্তমানে আলি আব্বাস জাফরের ছবি তাণ্ডব (Tandav)-এর শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। কিন্তু হঠাৎ কেন এমন জানালেন অভিনেত্রী? কেন এমন বললেন, তিনি আর বোল্ড সিনে কাজ করবেন না? এই নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকেই বলছে, বিয়ের পর নিজের কাজে হয় তো পরিবর্তন আনতে চান তিনি।
advertisement
তবে, আসল হল তিনি একেবারেই বোল্ড চরিত্র করবেন না, এমনটা জানাননি। তিনি বলেছেন, অকারণে কোনও সিনে বোল্ড হবেন না। জানান, চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে কিছু দাগ টেনে নিয়েছেন তিনি। সেই ক্রাইটেরিয়া মেনেই আগামী দিনে ছবি বাছবেন। এবং কখনওই শুধু টাকার জন্য সেই লাইন ক্রস করবেন না।
advertisement
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি অভিনেত্রী বলেন, অভিনয় করা আমার কাজ। অভিনয় মানে যে কোনও চরিত্রকে সকলের সামনে তুলে ধরা। এ ক্ষেত্রে চরিত্রের সঙ্গে ন্যায় বিচার করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, কোনও চরিত্র যদি বাছতে গিয়ে তিনি দেখেন, সেটি মন থেকে করতে পারবেন না বা নিজের পুরোপুরি দক্ষতা দিয়ে তা ফুটিয়ে তুলতে পারবেন না তা হলে তিনি সেই কাজ গ্রহণ করেন না।
advertisement
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, যত বড় বাজেটের বা জনপ্রিয় ছবিই হোক না কেন, আমি না বলে দিই। আমি জানি আমি একজন অভিনেত্রী, আমার কাজ মানুষের সামনে প্রয়োজনীয়টুকুই তুলে ধরা। কিন্তু আমি বোল্ড চরিত্র করতে সে ভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি না তাই অকারণে এই ধরেনর চরিত্র বেছে নেব না।
প্রসঙ্গত, তাণ্ডব-এ সইফ আলি খান (Saif Ali Khan), ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia) ও সুনীল গ্রোভারের (Sunil Grover) সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই গওহর। সিনেমাটি রিলিজ করবে আগামী ১৫ তারিখ, Amazon Prime-এ।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
স্বামীর আপত্তি? যৌনদৃশ্যে অভিনয় নয়, সাফ জানিয়ে দিলেন গওহর খান!
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement