হোম /খবর /বিনোদন /
মিথিলার প্রাক্তন তাহসান বিয়ে করছেন বাংলাদেশের নায়িকাকে? মুখ খুললেন দুই তারকা

Tahsan Rahman Khan-Tasnia Farin: মিথিলার প্রাক্তন তাহসান বিয়ে করছেন বাংলাদেশের নায়িকাকে? মুখ খুললেন দুই তারকা

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ে করবেন তাঁরা। এই গুঞ্জন নিয়ে তাঁরা দীর্ঘ দিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন দুই তারকা।

  • Share this:

কলকাতা: কাজ ছাড়া আলোকবৃত্ত থেকে খানিক দূরেই থাকেন তিনি। তবু বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। ইদানীং ওপার বাংলার জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান রহমান খানের নতুন প্রেমের গুঞ্জনে উত্তাল চারদিক। শোনা যাচ্ছে, বাংলাদেশের নায়িকা তাসনিয়া ফারিনের সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন রাফিয়াত রশিদ মিথিলার প্রাক্তন স্বামী।

২০১৭ সালে ১১ বছরের দাম্পত্য ভাঙেন তাহসান-মিথিলা। ২০১৯ সালে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন অভিনেত্রী। তাহসান যদিও এর পর আর কোনও সম্পর্কে জড়াননি। কাজ নিয়েই আগাগোড়া ব্যস্ত থাকতে দেখা গিয়েছে তাঁকে। অন্য দিকে, তাসনিয়াও একের পর এক ছবি, ওয়েব সিরিজ করে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছেন। পর্দায় একে অপরের সঙ্গে জুটিও বেঁধেছেন দুই তারকা। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি বিয়ে করবেন তাঁরা। এই গুঞ্জন নিয়ে তাঁরা দীর্ঘ দিন চুপ থাকলেও অবশেষে মুখ খুললেন দুই তারকা।

আরও পড়ুন-এ কী কান্ড! মনোকিনি পড়ে জলকেলিতে ব্যস্ত মধুমিতা, হাসপাতাল থেকেই কি চলে গেলেন সমুদ্রে

আরও পড়ুন-ছেলের সঙ্গে 'প্রথম ইদ',কীভাবে সেলিব্রেশন করছেন পরীমণি, রয়েছে একাধিক চমক

তাহসানের সঙ্গে সম্পর্কের জল্পনাকে উড়িয়ে দিয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন তাসনিয়া। অভিনেত্রীর দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর নামে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। যা তাঁর ভাবমূর্তি নষ্ট করছে। তিনি লেখেন, 'আমি বরাবরই চুপচাপ কাজ করেছি। আমার ব্যক্তিজীবন সবসময় লাইমলাইটের বাইরে রাখতে পছন্দ করি। খুব কম মানুষই ব্যক্তিগত ফারিণকে চেনে। কিছু না বলার অর্থ এই নয় যে, কিছু বলার ক্ষমতা আমার নেই। বাক-স্বাধীনতার অপব্যবহার রোধে আমার যা করণীয় তা করব।' অভিনেত্রী জানান, প্রয়োজনে তিনি এই গুঞ্জন রুখতে আইনি পদক্ষেপও করতে পারেন।

 

এ বার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাহসান রহমান খানও। তিনি জানান, তিন বছর আগে তাঁরা একসঙ্গে একটি কাজ করেন। সেটির সিক্যুয়েলও তৈরি হয়। তাসনিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক শুধুই পেশাগত। গায়কের কথায়, "আমাদের একসঙ্গে কাজের পর অনেক ভুয়ো খবর ছড়িয়েছিল। বিষয়টি খুবই লজ্জাজনক। আমার জীবনে কিছু ঘটলে অবশ্যই তা সবাইকে জানাব। আপাতত অভিনয় আর গান নিয়ে বাঁচতে চাই।"

Published by:Sanchari Kar
First published: