হোম /খবর /বিনোদন /
‘কিছু পাল্টাতে হলে, আগে নিজেকে পাল্টান’: তাপসী পান্নু

‘কিছু পাল্টাতে হলে, আগে নিজেকে পাল্টান’: তাপসী পান্নু

পিঙ্ক হোক বা হাল ফিলের থপ্পড়৷ তাপসীর অভিনয়ে পঞ্চমুখ সব্বাই ৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বলিউডে ট্রেন্ড চেঞ্জ ৷ বিদ্যা বালন থেকে আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন সবাই এখন হিরোদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বক্স অফিসে ঝড় তুলছেন ৷ আর এই তালিকা এখন নাম লিখিয়ে ফেলেছেন তাপসী পান্নুও ৷ একের পর এক নারী কেন্দ্রীক ছবিতে সুপারহিট তাপসী ৷ একাই টেনে যাচ্ছে ছবিকে ৷ তা পিঙ্ক হোক বা হাল ফিলের থপ্পড়৷ তাপসীর অভিনয়ে পঞ্চমুখ সব্বাই ৷

নারী দিবসেও তাই নারীত্বের উদযাপনই করলেন তাপসী ৷ থপ্পড় ছবির টিমের ছবি দিয়ে ট্যুইট করলেন নায়িকা ৷

ট্যুইটে তাপসী লিখলেন, ‘কোনও কিছু পাল্টাতে হলে, নিজেকে আগে পাল্টানো দরকার ৷ আর সেই কাজ আজ থেকেই শুরু হোক !...আমাদের তরফ থেকে সবাইকে শুভ নারী দিবস !’

Published by:Akash Misra
First published:

Tags: Tapsee Pannu, Womens Day