#মুম্বই: বলিউডে ট্রেন্ড চেঞ্জ ৷ বিদ্যা বালন থেকে আলিয়া ভাট, অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন সবাই এখন হিরোদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বক্স অফিসে ঝড় তুলছেন ৷ আর এই তালিকা এখন নাম লিখিয়ে ফেলেছেন তাপসী পান্নুও ৷ একের পর এক নারী কেন্দ্রীক ছবিতে সুপারহিট তাপসী ৷ একাই টেনে যাচ্ছে ছবিকে ৷ তা পিঙ্ক হোক বা হাল ফিলের থপ্পড়৷ তাপসীর অভিনয়ে পঞ্চমুখ সব্বাই ৷
নারী দিবসেও তাই নারীত্বের উদযাপনই করলেন তাপসী ৷ থপ্পড় ছবির টিমের ছবি দিয়ে ট্যুইট করলেন নায়িকা ৷
ট্যুইটে তাপসী লিখলেন, ‘কোনও কিছু পাল্টাতে হলে, নিজেকে আগে পাল্টানো দরকার ৷ আর সেই কাজ আজ থেকেই শুরু হোক !...আমাদের তরফ থেকে সবাইকে শুভ নারী দিবস !’
From us... to you... Happy Women’s Day! Make sure you do your bit towards the change you want to see :) We did a bit from our side #Thappad pic.twitter.com/KXzp7avYyu
— taapsee pannu (@taapsee) March 8, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tapsee Pannu, Womens Day