Upcoming Bengali Movie: ভৌতিক প্রেক্ষাপটে মিশবে খুন ও সাসপেন্স, আসছে নতুন বাংলা ছবি ‘তান্ত্রিনী’
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Manash Basak
Last Updated:
Upcoming Bengali Movie: এই ভূতের গল্পের শ্যুটিং হবে কলকাতা শহরে ও তার সংলগ্ন অঞ্চলে
কলকাতা : এ বার বড়পর্দায় ভূতের গল্প। আসছে নতুন ছবি “তান্ত্রিনী”। ছবির পরিচালনা করছেন অরিন্দম বন্দ্যোপাধ্যায় ও সৃজিতা রানা বন্দ্যোপাধ্যায়। মুক্তি পেল সেই ছবির প্রথম লুক। এই ভূতের গল্পের শ্যুটিং হবে কলকাতা শহরে ও তার সংলগ্ন অঞ্চলে। ছবির মুখ্য চরিত্র তান্ত্রিনী চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৃজিতা রানা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য মুখ্য চরিত্রে অভিনয় করছেন অয়ন দেবনাথ, সাত্বিকা ঘোষ, রীনা রানা, দীপঙ্কর চট্টোপাধ্যায়, সৈকত রায়, বিজু পাত্র প্রমুখ।
ছবির মুখ্য চরিত্র আয়ুষী একটি আইটি সেক্টরে চাকরি করেন। চাকরি সূত্রে কলকাতাতে একা থাকেন। কিন্তু গ্রামের বাড়ির বাসন্তী পুজো উপলক্ষে আয়ুষী নিজের গ্রামের বাড়িতে যায়, আর সেখানে খুঁজে পায় একটি বই। এখান থেকে শুরু হয় সিনেমার মূল রহস্য। ছবির মোড় যত এগিয়ে যেতে থাকে, রহস্য আরও বাড়তে থাকে। খুন, সাসপেন্সের গল্প এই ছবি “তান্ত্রিনী”। ছবিতে দুটি গান রয়েছে। মিউজিকের দ্বায়িত্বে রয়েছেন সাহেব চক্রবর্তী।
advertisement
পরিচালক অরিন্দম জানান “এটি একটি ভূতের গল্প। যার প্রতিটি মোড়ে রয়েছে নতুন চমক। ছবির কিছুটা পার্ট শ্যুটিং হবে গ্রামের দৃশ্যে। কিছুটা পার্ট শ্যুটিং হবে কলকাতা শহরে। ছবিতে একটি রহস্যময় বই খুঁজে পাওয়া যায়, সেটি কিসের বই, সেটা নিয়ে গল্প। আশা করছি দর্শকদের ভাল লাগবে”।
advertisement
অভিনেত্রী সৃজিতা জানান “এটি আমার কাছে পুরোপুরি ভিন্ন ধরনের একটি চরিত্র। ভূতের গল্পে এমন চরিত্র এর আগে তেমন অভিনয় করিনি। তাই নিজেকে আলাদা ভাবে প্রস্তুতি করছে হচ্ছে। আশা করছি আয়ুষী চরিত্রটি সবার ভাল লাগবে”।
advertisement
তিনি আরও বলেন “এটি আমার কাছে পুরোপুরি ভিন্ন ধরনের একটি চরিত্র। ভৃতের গল্পে এমন চরিত্র এর আগে তেমন অভিনয় করিনি। তাই নিজেকে আলাদা ভাবে প্রস্তুত করছে হচ্ছে। আশা করছি আয়ুষী চরিত্রটি সবার ভাল লাগবে”। ছবিটি মুক্তি পাবে “ফিলম্যাজিক” প্রোডাকশন হাউসের ব্যানারে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 8:50 AM IST