Tanhaji: The Unsung Warrior: সিনেমা 'ওয়ান ম্যান শো' নয়, জাতীয় পুরস্কারের জন্য অজয় স্যার-সহ সকলকে শুভেচ্ছা: ওম
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
নচিকেত বারভে এবং মহেশ শেরলা এই ছবির জন্য সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার জিতেছেন। পরিচালক তাঁদের কথাও উল্লেখ করলেন৷
#মুম্বই: 'তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র'। গত ২২ জুলাই অজয় দেবগণ অভিনীত এই ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন। জাতীয় পুরস্কার অনুষ্ঠানে উজ্জ্বল নক্ষত্র হয়ে রইল এই ছবি। একটি ছবির ঝুলিতেই তিনটি পুরস্কার। 'সেরা অভিনেতা', 'সেরা বিনোদনমূলক জনপ্রিয় ছবি', 'সেরা পোশাক শিল্প'। ২০২০ সালের সেই ছবি দু'বছর পর ফসল ফলালো। জয়ী হলেন পরিচালক ওম রাউত।
মরাঠা যোদ্ধা তানাজি মালুসারের জীবন কাহিনির উপর ভিত্তি করে এই ছবি তৈরি করেছেন ওম। অষ্টাদশ শতকের প্রেক্ষাপটে চিত্রনাট্য লেখা হয়েছে। তানাজি সে সময়ে মুগল সম্রাট ঔরঙ্গজেবের কবল থেকে ফের কোন্ধানা দুর্গ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। শুরুতে ছবির নাম ছিল 'তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র'। পরে তা বদলে করা হয় 'তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র'।
advertisement
ছবিতে অজয় ছাড়াও অভিনয় করেছেন সইফ আলি খান, কাজল, নেহা শর্মা, শরদ কেলকার, লিউক কেনি প্রমুখ।
advertisement
আরও পড়ুন: নায়িকা হিসেবে প্রথম ছবির ঝুলিতে জাতীয় পুরস্কার, নিউজ18 বাংলার কাছে জেনে আত্মহারা দিতিপ্রিয়া
পরিচালক ওম বললেন, "এই ছবিটা আমার মনের খুব কাছাকাছি। খুব ভালবেসে এই ছবিটা বানিয়েছি। ছবিটা তৈরি করার সময় অজয় স্যারের আন্তরিক সমর্থন ছিল। প্রধান চরিত্রে অভিনয় করার পাশিপাশি তিনি প্রযোজনার দায়িত্বও নিজের কাঁধে নিয়েছিলেন। আমি অজয় স্যারকে অভিনন্দন জানাতে চাই চলচ্চিত্রে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জেতার জন্য। তিনি সত্যিই তানহাজির চরিত্রটাকে প্রাণ দিয়ে ফুটিয়ে তুলেছিলেন। সইফ স্যারও উল্লেখযোগ্য এখানে। উনি ছাড়া ছবি বানাতে পারতাম না।"
advertisement
নচিকেত বারভে এবং মহেশ শেরলা এই ছবির জন্য সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার জিতেছেন। পরিচালক তাঁদের কথাও উল্লেখ করলেন৷
ওমের কথায়, "চলচ্চিত্র এমনই এক শিল্প, যা এক জন মানুষের পক্ষে সৃষ্টি করা সম্ভব নয়। 'ওয়ান ম্যান শো' নয়। গোটা টিমের প্রচেষ্টা, কলাকুশলীদের প্রতিটি প্রকল্পের স্তম্ভ এটি। এই পুরস্কার আসলে প্রত্যেক ব্যক্তির জন্য, যাঁরা তানহাজিতে কাজ করেছেন। তাঁরা সকলেই আমার জন্য সমান।"
advertisement
ব্যবসার দিক থেকেও সফল এই ছবি। পাশাপাশি জাতীয় সম্মানও পেল। সব মিলিয়ে আনন্দে আত্মহারা পরিচালক।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 11:54 PM IST