Death News: ফের দুঃসংবাদ! প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা-প্রযোজক, বিনোদন জগতে শোকের ছায়া

Last Updated:

Death: প্রয়াত হলেন তামিল চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক মোহন নটরাজন৷ দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি৷ মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭১ বছর৷

প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা-প্রযোজক
প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা-প্রযোজক
বিনোদন জগতে ফের দুঃসংবাদ৷ বছরের শুরু থেকেই সময়টা মোটেই ঠিক যাচ্ছে না৷ একে একে সমস্ত তারকাদের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রি৷ প্রতিটা দিনের শুরু কিংবা শেষ হচ্ছে শোকসংবাদে৷ প্রয়াত হলেন তামিল চলচ্চিত্র প্রযোজক মোহন নটরাজন৷ দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি৷ মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭১ বছর৷
পরিবার সূত্রের খবর, অনেকদিন ধরেই তিনি বার্ধক্যজনিত স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করছিলেন। তারপর আর শেষরক্ষা হল না৷ সকলকে ছেড়ে না ফেরার দেশে চলে যান প্রখ্যাত তামিল চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মোহন৷ অভিনেতা সুরিয়া প্রযোজকের বাসভবনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। সুরিয়াকে মোহন নটরাজনের পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে নীরবতা পালন করতে দেখা যায়।
advertisement
advertisement
মোহন নটরাজান বিজয়ের কান্নুকুল নিলাভু, বিক্রমের দেবা থিরুমাগাল, অজিথ কুমারের আলওয়ার এবং সুরিয়ার ভেল-সহ বেশ কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন।
advertisement
প্রযোজনা ছাড়াও তিনি অনেক তামিল ছবিতে প্রতিপক্ষের ভূমিকায় অভিনয় করেছেন। নম্মা আন্নাচি, সাক্কারাইথেভান, কোট্টাই ভাসাল, পুধলভান, পিল্লাইক্কাগা, পাতু পাদাভা, আরানমানাই কাভালান, পদভিপ্রমানম, মহানধি এবং পাত্তিয়াল-সহ একাধিক ছবিতে তাকে দেখা গেছে। তাঁর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন ইন্ডাস্ট্রিতে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Death News: ফের দুঃসংবাদ! প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা-প্রযোজক, বিনোদন জগতে শোকের ছায়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement