অবস্থা আশঙ্কাজনক! হাসপাতালে ভর্তি করা হল কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হুসেনকে!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Zakir Hussain Hospitalized: হাসপাতালে ভর্তি করা হল জনপ্রিয়, কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ জাকির হুসেনকে। গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে সান ফ্রান্সিসকোতে হাসপাতালে ভর্তি তিনি। উদ্বিগ্ন ভক্তরা।
মুম্বই: আশঙ্কাজনক অবস্থা! হাসপাতালে ভর্তি করা হল জনপ্রিয়, কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হুসেনকে। গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে সান ফ্রান্সিসকোতে হাসপাতালে ভর্তি তিনি। উদ্বিগ্ন ভক্তরা। কী হয়েছে জাকিরের? ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে হৃদযন্ত্রে গোলযোগ দেখা দিয়েছে শিল্পীর। এখন রয়েছেন ICU-তে।
বৈগ্রহিক তবলাবাদক উস্তাদ আল্লাহ রাখার পুত্র তিনি। ৭৩ বছর বয়সি জাকির হুসেন এখন চিকিৎসাধীন মার্কিন যুক্তরাষ্ট্রে। রবিবার, ১৫ ডিসেম্বর, সাংবাদিক পারভেজ আলম টুইটারে খবরটি শেয়ার করেছেন। তিনি জানান, জাকিরের শ্যালক আইয়ুব আউলিয়া একটি ফোন করে খবরটা দেন। আলম টুইট করেছেন, “উস্তাদ জাকির হুসেন ভাল নেই। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে গুরুতর অসুস্থতার জন্য ভর্তি রয়েছেন। চিকিৎসাধীন। আউলিয়া সাহেব জাকিরের অনুসারীদের তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করার জন্য অনুরোধ করেছেন।”
advertisement
Ustad Zakir Hussain, Tabla player, percussionist, composer, former actor and the son of legendary Tabla player, Ustad Allah Rakha is not well. He’s being treated for serious ailments in a San Francisco hospital, USA, informed his brother in law, Ayub Aulia in a phone call with… pic.twitter.com/6YPGj9bjSp
— Pervaiz Alam (@pervaizalam) December 15, 2024
advertisement
advertisement
আরও পড়ুন- বচ্চন, কাপুর বা খান পরিবার নয়, বলিউডের সবচেয়ে ধনী পরিবার তাঁরাই! সম্পত্তির পরিমাণ ১০ হাজার কোটি, বলুন তো কে?
এই সংবাদটি বিশ্বব্যাপী ভক্ত এবং সঙ্গীতমহলের কাছে গভীর আশঙ্কার কারণ হয়ে উঠেছে। সকলেই শিল্পীর আরোগ্য কামনা করছেন। জাকির হুসেন একজন বিশ্বব্যাপী প্রশংসিত তবলাবাদক। বাদ্যযন্ত্রে তাঁর অতুলনীয় দক্ষতা এবং ভারতীয় শাস্ত্রীয় এবং বিশ্ব সঙ্গীতে যুগান্তকারী অবদানের জন্য তিনি সারা বিশ্বে সমাদৃত। ১৯৫১ সালে উস্তাদ আল্লাহ রাখার কোল আলো করে জন্মগ্রহণ করেন।
advertisement
আরও পড়ুন- ট্যাঙ্কের ‘ঠান্ডা’ জলেই স্নান করছেন শীতে? শরীরে যা হচ্ছে…’অবাক’ করা সত্যি জানালেন চিকিৎসক!
জাকির শৈশব থেকেই প্রতিভাবান। সাত বছর বয়সে তবলা বাজিয়ে পারফর্ম করা শুরু করেছিলেন। কয়েক দশক ধরে, তাঁর গুণাবলী এবং উদ্ভাবন দেশের তবলাবাদনকে অভূতপূর্ব বিশ্ব-স্বীকৃতির দিকে উন্নীত করেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
December 15, 2024 8:23 PM IST

