Farzi: মাসকাবারি জিনিস অর্ডার করলেই সঙ্গে ২০০০ টাকার নোট? হাতে নিলেই চিন্তা বাড়বে

Last Updated:

প্রথমে ২ হাজার টাকার নোট দেখে হয়তো আপনি উৎসাহিত হয়ে উঠবেন৷ কিন্তু পরমুহূর্তেই আপনার চিন্তা বেড়ে যাবে৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: ধরুন আপনি মাসিক মাসকাবারি জিনিসের অনলাইন অর্ডার করলেন। সেই সমস্ত জিনিস ডেলিভারি হওয়ার পর মিলিয়ে দেখার জন্য আপনি বাক্স খুললেন৷ আর বাক্স খুলতেই চমকে উঠলেন! কারণ মুদিখানার জিনিসের সঙ্গেই রয়েছে একটি ২০০০ টাকার নোট৷
প্রথমে ২ হাজার টাকার নোট দেখে হয়তো আপনি উৎসাহিত হয়ে উঠবেন৷ কিন্তু পরমুহূর্তেই আপনার চিন্তা বেড়ে যাবে৷ কারণ হাতে নিয়েই বুঝতে পারবেন, এটি একটি জাল ২০০০ টাকার নোট৷
advertisement
advertisement
আসলে একটি সদ্যমুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজের প্রচারের উদ্দেশ্যে বিপণনের এই কৌশল নিয়েছে একটি অনলাইন গ্রসারি ডেলিভারি সংস্থা৷ সুইগি ইনস্টামার্ট-এ এভাবে শাহিদ কপূর অভিনীত ওয়েবসিরিজ ফর্জি-র প্রচার চলছে৷
এই ওয়েব সিরিজের গল্প জাল নোটকে কেন্দ্র করে৷ চিত্রনাট্য অনুযায়ীস শাহিদ কপূর একজন জাল নোটের কারবারি৷ আর তার উল্টো দিকে অভিনয় করেছেন বিজয় সেতুপতি৷ যিনি এই জাল নোটের কারবার বন্ধ করার চেষ্টা করছেন৷
advertisement
এই ওয়েব সিরিজের প্রচারেই এমন অভিনব প্রচার কৌশল নিয়েছে সুইগি ইনস্টামার্ট৷ যে ২০০০ টাকার নোটটি পাঠানো হয়েছে, সেটিতে শাহিদ কপূরের ছবিও দেওয়া রয়েছে৷ সংস্থার এক আধিকারিকও জানিয়েছেন, নতুন ওয়েবসিরিজ সম্পর্কে যাতে আরও বেশি সংখ্যক মানুষ জানতে পারেন, সেই কারণেই এই কৌশল নিয়েছেন তারা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Farzi: মাসকাবারি জিনিস অর্ডার করলেই সঙ্গে ২০০০ টাকার নোট? হাতে নিলেই চিন্তা বাড়বে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement