Farzi: মাসকাবারি জিনিস অর্ডার করলেই সঙ্গে ২০০০ টাকার নোট? হাতে নিলেই চিন্তা বাড়বে
- Published by:Debamoy Ghosh
Last Updated:
প্রথমে ২ হাজার টাকার নোট দেখে হয়তো আপনি উৎসাহিত হয়ে উঠবেন৷ কিন্তু পরমুহূর্তেই আপনার চিন্তা বেড়ে যাবে৷
কলকাতা: ধরুন আপনি মাসিক মাসকাবারি জিনিসের অনলাইন অর্ডার করলেন। সেই সমস্ত জিনিস ডেলিভারি হওয়ার পর মিলিয়ে দেখার জন্য আপনি বাক্স খুললেন৷ আর বাক্স খুলতেই চমকে উঠলেন! কারণ মুদিখানার জিনিসের সঙ্গেই রয়েছে একটি ২০০০ টাকার নোট৷
প্রথমে ২ হাজার টাকার নোট দেখে হয়তো আপনি উৎসাহিত হয়ে উঠবেন৷ কিন্তু পরমুহূর্তেই আপনার চিন্তা বেড়ে যাবে৷ কারণ হাতে নিয়েই বুঝতে পারবেন, এটি একটি জাল ২০০০ টাকার নোট৷
advertisement
advertisement
আসলে একটি সদ্যমুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজের প্রচারের উদ্দেশ্যে বিপণনের এই কৌশল নিয়েছে একটি অনলাইন গ্রসারি ডেলিভারি সংস্থা৷ সুইগি ইনস্টামার্ট-এ এভাবে শাহিদ কপূর অভিনীত ওয়েবসিরিজ ফর্জি-র প্রচার চলছে৷
এই ওয়েব সিরিজের গল্প জাল নোটকে কেন্দ্র করে৷ চিত্রনাট্য অনুযায়ীস শাহিদ কপূর একজন জাল নোটের কারবারি৷ আর তার উল্টো দিকে অভিনয় করেছেন বিজয় সেতুপতি৷ যিনি এই জাল নোটের কারবার বন্ধ করার চেষ্টা করছেন৷
advertisement
এই ওয়েব সিরিজের প্রচারেই এমন অভিনব প্রচার কৌশল নিয়েছে সুইগি ইনস্টামার্ট৷ যে ২০০০ টাকার নোটটি পাঠানো হয়েছে, সেটিতে শাহিদ কপূরের ছবিও দেওয়া রয়েছে৷ সংস্থার এক আধিকারিকও জানিয়েছেন, নতুন ওয়েবসিরিজ সম্পর্কে যাতে আরও বেশি সংখ্যক মানুষ জানতে পারেন, সেই কারণেই এই কৌশল নিয়েছেন তারা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
February 24, 2023 1:06 PM IST