Rajesh Khanna Love Affair: ডিম্পল কাপাডিয়া নন... এই অভিনেত্রীই ছিলেন সুপারস্টার Rajesh Khanna-র প্রথম প্রেম! ৭ বছর 'লিভ-ইন'-এর পর কেন ভেঙে যায় সম্পর্ক?

Last Updated:
Rajesh Khanna Love Affair: বলিউডের বিখ্যাত অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করলেও একটা সময়ে অঞ্জু মহেন্দ্রুর সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে তোলপাড় পরে যায়। রাজেশ খান্না এবং অঞ্জু মহেন্দ্রু ৮০-র দশকের জনপ্রিয় লাভবার্ড ছিলেন এবং সবাই ধরেই নিয়েছিল সম্পর্কে পরিণতির দিকে এগোচ্ছেন তাঁরা।
1/13
বলিউড সুপারস্টার রাজেশ খান্না শুধুমাত্র তার দুর্দান্ত চলচ্চিত্র অভিনয়ের জন্যই যে চর্চিত হয়েছেন তা নয়। তার রঙিন জীবন ও একাধিক 'সম্পর্কের' জন্যও লাইমলাইটে থেকেছেন তিনি বরাবর। ২০১২ সালে রাজেশ খান্না প্রয়াত হন। তাঁর একের পর এক হিট চলচ্চিত্র ছাড়াও, রাজেশ খান্নার নাম বার বার শিরোনামে উঠে এসেছে তাঁর বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের জন্য।
বলিউড সুপারস্টার রাজেশ খান্না শুধুমাত্র তার দুর্দান্ত চলচ্চিত্র অভিনয়ের জন্যই যে চর্চিত হয়েছেন তা নয়। তার রঙিন জীবন ও একাধিক 'সম্পর্কের' জন্যও লাইমলাইটে থেকেছেন তিনি বরাবর। ২০১২ সালে রাজেশ খান্না প্রয়াত হন। তাঁর একের পর এক হিট চলচ্চিত্র ছাড়াও, রাজেশ খান্নার নাম বার বার শিরোনামে উঠে এসেছে তাঁর বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের জন্য।
advertisement
2/13
বলিউডের বিখ্যাত অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করলেও একটা সময়ে অঞ্জু মহেন্দ্রুর সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে তোলপাড় পরে যায়। রাজেশ খান্না এবং অঞ্জু মহেন্দ্রু ৮০-র দশকের জনপ্রিয় লাভবার্ড ছিলেন এবং সবাই ধরেই নিয়েছিল সম্পর্কে পরিণতির দিকে এগোচ্ছেন তাঁরা।
বলিউডের বিখ্যাত অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করলেও একটা সময়ে অঞ্জু মহেন্দ্রুর সঙ্গে তার বিচ্ছেদ নিয়ে তোলপাড় পরে যায়। রাজেশ খান্না এবং অঞ্জু মহেন্দ্রু ৮০-র দশকের জনপ্রিয় লাভবার্ড ছিলেন এবং সবাই ধরেই নিয়েছিল সম্পর্কে পরিণতির দিকে এগোচ্ছেন তাঁরা।
advertisement
3/13
প্রসঙ্গত, ২৯ ডিসেম্বর, ১৯৪২-এ, রাজেশ খান্না যতীন খান্না হিসাবে অমৃতসরে জন্মগ্রহণ করেন। পরে ১৯৬৬ সালে মাত্র ২৪ বছর বয়সে হিন্দি ছবি 'আখরি খত' দিয়ে বলিউডে পা রাখেন এই অভিনেতা। এই ছবির পর থেকে রাজেশ খান্না চলচ্চিত্রে একের পর এক অফার পেতে থাকেন। অনেক ফ্লপ এবং কিছু হিট ছবির পর, ১৯৭১ সালে তার সুপারহিট ছবি ছিল 'হাতি মেরে সাথী'। এটি সেই দশকের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রগুলির মধ্যে একটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সাফল্যের একের পর এক সিঁড়ি পেরিয়েছেন সহজেই।
প্রসঙ্গত, ২৯ ডিসেম্বর, ১৯৪২-এ, রাজেশ খান্না যতীন খান্না হিসাবে অমৃতসরে জন্মগ্রহণ করেন। পরে ১৯৬৬ সালে মাত্র ২৪ বছর বয়সে হিন্দি ছবি 'আখরি খত' দিয়ে বলিউডে পা রাখেন এই অভিনেতা। এই ছবির পর থেকে রাজেশ খান্না চলচ্চিত্রে একের পর এক অফার পেতে থাকেন। অনেক ফ্লপ এবং কিছু হিট ছবির পর, ১৯৭১ সালে তার সুপারহিট ছবি ছিল 'হাতি মেরে সাথী'। এটি সেই দশকের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রগুলির মধ্যে একটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সাফল্যের একের পর এক সিঁড়ি পেরিয়েছেন সহজেই।
advertisement
4/13
অনেক ফ্লপ এবং কিছু হিট ছবির পর, ১৯৭১ সালে তার সুপারহিট ছবি ছিল 'হাতি মেরে সাথী'। এটি সেই দশকের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রগুলির মধ্যে একটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সাফল্যের একের পর এক সিঁড়ি পেরিয়েছেন সহজেই।
অনেক ফ্লপ এবং কিছু হিট ছবির পর, ১৯৭১ সালে তার সুপারহিট ছবি ছিল 'হাতি মেরে সাথী'। এটি সেই দশকের সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্রগুলির মধ্যে একটি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। সাফল্যের একের পর এক সিঁড়ি পেরিয়েছেন সহজেই।
advertisement
5/13
অন্যদিকে অঞ্জু মহেন্দ্রু ছিলেন সেই সময়ের একজন অন্যতম ভারতীয় অভিনেত্রী, মডেল এবং ফ্যাশন ডিজাইনার। অঞ্জু যখন ইন্ডাস্ট্রিতে টিঁকে থাকার লড়াইটা করছিলেন, রাজেশ খান্না তখন একজন সুপারস্টার।
অন্যদিকে অঞ্জু মহেন্দ্রু ছিলেন সেই সময়ের একজন অন্যতম ভারতীয় অভিনেত্রী, মডেল এবং ফ্যাশন ডিজাইনার। অঞ্জু যখন ইন্ডাস্ট্রিতে টিঁকে থাকার লড়াইটা করছিলেন, রাজেশ খান্না তখন একজন সুপারস্টার।
advertisement
6/13
কীভাবে দুজনের দেখা হয়েছিল সে সম্পর্কে খুব বেশি তথ্য নেই, তবে তাঁদের প্রেমের গল্পটি বেশ চর্চিত হয়েছিল। সম্পর্কের শুরুর বছরগুলিতে, দুজনেই একে অপরকে সমর্থন করেছিলেন অন্তর থেকে। শোনা যায়, অঞ্জু একজন নিবেদিতপ্রাণ বান্ধবী ছিলেন এবং তিনি ১৯৬৬ থেকে ১৯৭২ সাল পর্যন্ত দীর্ঘ ৭ বছর রাজেশ খান্নার সঙ্গে লিভ-ইন সম্পর্কে লিপ্ত ছিলেন।
কীভাবে দুজনের দেখা হয়েছিল সে সম্পর্কে খুব বেশি তথ্য নেই, তবে তাঁদের প্রেমের গল্পটি বেশ চর্চিত হয়েছিল। সম্পর্কের শুরুর বছরগুলিতে, দুজনেই একে অপরকে সমর্থন করেছিলেন অন্তর থেকে। শোনা যায়, অঞ্জু একজন নিবেদিতপ্রাণ বান্ধবী ছিলেন এবং তিনি ১৯৬৬ থেকে ১৯৭২ সাল পর্যন্ত দীর্ঘ ৭ বছর রাজেশ খান্নার সঙ্গে লিভ-ইন সম্পর্কে লিপ্ত ছিলেন।
advertisement
7/13
কিন্তু পরিস্থিতি বদলে যায় ১৯৭১ -এ, যখন অঞ্জু ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার গ্যারি সোবার্সের সঙ্গে ডেট করছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এতে রাজেশ খান্না খুব রেগে যান।
কিন্তু পরিস্থিতি বদলে যায় ১৯৭১ -এ, যখন অঞ্জু ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার গ্যারি সোবার্সের সঙ্গে ডেট করছেন বলে গুজব ছড়িয়ে পড়ে। এতে রাজেশ খান্না খুব রেগে যান।
advertisement
8/13
আরব সাগরের তীরে কান পাতলে আজও শোনা যায় রাজেশ খান্নার অঞ্জুকে বিয়ে করার সিদ্ধান্ত এর পরেই বদলে যায়। অঞ্জুর মা চেয়েছিলেন রাজেশ খান্না তার মেয়েকে শীঘ্রই বিয়ে করে নিন, রাজেশ খান্নাও তাই চেয়েছিলেন।
আরব সাগরের তীরে কান পাতলে আজও শোনা যায় রাজেশ খান্নার অঞ্জুকে বিয়ে করার সিদ্ধান্ত এর পরেই বদলে যায়। অঞ্জুর মা চেয়েছিলেন রাজেশ খান্না তার মেয়েকে শীঘ্রই বিয়ে করে নিন, রাজেশ খান্নাও তাই চেয়েছিলেন।
advertisement
9/13
কিন্তু ১৯৭২ অঞ্জুকে বিয়ে করতে অস্বীকার করেন রাজেশ আর সেই কারণেই তাঁর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। একটি সাক্ষাত্কারে, অঞ্জু স্বীকার করেছেন যে রাজেশ খান্নার ভিন্ন এবং ক্রমাগত বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি তাঁদের সম্পর্কের মধ্যে অনেক তিক্ততা তৈরি করে।
কিন্তু ১৯৭২ অঞ্জুকে বিয়ে করতে অস্বীকার করেন রাজেশ আর সেই কারণেই তাঁর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। একটি সাক্ষাত্কারে, অঞ্জু স্বীকার করেছেন যে রাজেশ খান্নার ভিন্ন এবং ক্রমাগত বদলে যাওয়া দৃষ্টিভঙ্গি তাঁদের সম্পর্কের মধ্যে অনেক তিক্ততা তৈরি করে।
advertisement
10/13
সাক্ষাৎকারে অঞ্জু বলেন, "রাজেশ খান্না ছিলেন খুবই রক্ষণশীল ব্যক্তিত্ব। অথচ কোনও না কোনওভাবে তিনি সর্বদা আধুনিক মেয়েদের প্রতিই আকৃষ্ট হন। আর সেইজন্যই বিভ্রান্তি বরাবরই আমাদের সম্পর্কের একটি বড় অংশ জুড়ে ছিল। আমি যদি স্কার্ট পরতাম, সে বিরক্ত হত, তুমি শাড়ি পরো না কেন? "আমি যদি শাড়ি পরতাম, তাহলে উনি বলতেন, 'তুমি ভারতীয় মহিলার ইমেজ দেখানোর চেষ্টা করছ কেন?'
সাক্ষাৎকারে অঞ্জু বলেন, "রাজেশ খান্না ছিলেন খুবই রক্ষণশীল ব্যক্তিত্ব। অথচ কোনও না কোনওভাবে তিনি সর্বদা আধুনিক মেয়েদের প্রতিই আকৃষ্ট হন। আর সেইজন্যই বিভ্রান্তি বরাবরই আমাদের সম্পর্কের একটি বড় অংশ জুড়ে ছিল। আমি যদি স্কার্ট পরতাম, সে বিরক্ত হত, তুমি শাড়ি পরো না কেন? "আমি যদি শাড়ি পরতাম, তাহলে উনি বলতেন, 'তুমি ভারতীয় মহিলার ইমেজ দেখানোর চেষ্টা করছ কেন?'
advertisement
11/13
স্টারডাস্টের সঙ্গে অন্য একটি সাক্ষাত্কারে, অঞ্জু বলেন, ১৯৬৯ সালের আগে রাজেশের ফ্লপ ছবিগুলি আসলে তাঁকে মানসিকভাবে দুর্বল করে তুলেছিল, যার কারণে দুজনের মধ্যে অনেক তর্ক-বিতর্ক চলতেই থাকত। দিনে দিনে ক্রমশ রাজেশের সঙ্গে একত্র বাস করা কঠিন হয়ে পড়ছিল। তিনি ছিলেন মেজাজী, রাগী, খিটখিটে। সে সব সময় খুব টেনশনেও থাকতেন উনি ...।"
স্টারডাস্টের সঙ্গে অন্য একটি সাক্ষাত্কারে, অঞ্জু বলেন, ১৯৬৯ সালের আগে রাজেশের ফ্লপ ছবিগুলি আসলে তাঁকে মানসিকভাবে দুর্বল করে তুলেছিল, যার কারণে দুজনের মধ্যে অনেক তর্ক-বিতর্ক চলতেই থাকত। দিনে দিনে ক্রমশ রাজেশের সঙ্গে একত্র বাস করা কঠিন হয়ে পড়ছিল। তিনি ছিলেন মেজাজী, রাগী, খিটখিটে। সে সব সময় খুব টেনশনেও থাকতেন উনি ...।"
advertisement
12/13
অন্যদিকে, রাজেশ খান্না একটি সাক্ষাত্কারে বলেছিলেন, অঞ্জু একেবারেই তাঁকে সময় দিতেন না। সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেন। প্রায়ই স্টুডিওতে একটি কঠিন দিন শেষে ঘরে ফিরে আমি শুধু একটা নোট পেতাম, যে সে পার্টিতে.. এইভাবেই সম্ভবত একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায় দু'জনের।
অন্যদিকে, রাজেশ খান্না একটি সাক্ষাত্কারে বলেছিলেন, অঞ্জু একেবারেই তাঁকে সময় দিতেন না। সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকতেন। প্রায়ই স্টুডিওতে একটি কঠিন দিন শেষে ঘরে ফিরে আমি শুধু একটা নোট পেতাম, যে সে পার্টিতে.. এইভাবেই সম্ভবত একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায় দু'জনের।
advertisement
13/13
অঞ্জুর সঙ্গে সম্পর্ক শেষ করে ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেন অভিনেতা রাজেশ খান্না। অল্প সময়েই পর পর তাঁদের দুই মেয়ে হয় টুইঙ্কল খান্না ও রিঙ্কি খান্না।
অঞ্জুর সঙ্গে সম্পর্ক শেষ করে ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেন অভিনেতা রাজেশ খান্না। অল্প সময়েই পর পর তাঁদের দুই মেয়ে হয় টুইঙ্কল খান্না ও রিঙ্কি খান্না।
advertisement
advertisement
advertisement