Home /News /entertainment /
স্বস্তিকা যেখানেই যান সঙ্গে রাখেন শাঁখা, পলা, নোয়া...কেন ?

স্বস্তিকা যেখানেই যান সঙ্গে রাখেন শাঁখা, পলা, নোয়া...কেন ?

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে ৷

 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: স্বস্তিকা মুখোপাধ্যায় ৷ তাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেকগুলো বিশেষণ ৷ তিনি সেনসেশন, তিনি দুর্দান্ত অভিনেত্রী, তিনি টলিপাড়ার ফ্যাশনিস্তা, তিনি ঠোঁটকাটা... ৷ সেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহলের শেষ নেই মানুষের মধ্যে ৷প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাগর সেনের ছেলে প্রমিত সেনকে বিয়ে করেছিলেন ১৯৯৮-এ ৷ মাত্র ১৮ বছর বয়সে ৷ ২০০৭-এ ডিভোর্স ৷ মেয়ে অন্বেষার এখন ১৮ বছর বয়স ৷কিন্তু সবার মনে প্রশ্ন ডিভোর্সী হওয়া সত্ত্বেও শাঁখা, পলা নিয়ে ঘোরেন কেন উমা বৌদি ? শাঁখা-পলা তো একেবারেই বাঙালি এয়োস্ত্রীর চিহ্ন ৷ আগের বিয়ে ভেঙে যাওয়ার পর স্বস্তিকার সঙ্গে সুমন মুখোপাধ্যায়ের সম্পর্ক তৈরি হলেও এখনও তাঁরা বিয়ে করেছেন বলে শোনা যায়নি ৷ তাহলে ? কিসের চিহ্ন হিসাবে শাঁখা, পলা সঙ্গে রাখেন নায়িকা ?

  আরও পড়ুন: কেমোথেরাপি শুরু, চুল কাটাতে গিয়ে কেঁদে ফেললেন সোনালি বেন্দ্রে, দেখুন ভিডিও

  সেই উত্তর অবশ্য দিয়েছেন খোদ অভিনেত্রীই ৷ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন একটি ছবি ৷ শাঁখা, পলা, নোয়া পরা একটি হাত ৷ ক্যাপশনে লিখেছেন, এই ছবির ব্যাকগ্রাউন্ডের কাহিনী ৷ আসলে এই শাঁখা-পলা স্বস্তিকার মা গোপা মুখ্যোপাধ্যায়ের ৷ আর মায়ের এই ছোঁয়া সব সময় নিজের সঙ্গে নিয়ে ঘোরেন নায়িকা ৷ যখনই বাঙালি বউয়ের কোনও চরিত্রে অভিনয় করেন, তখন এই শাখা-পলা-নোয়া পরেই অভিনয় করেন তিনি ৷ এতে মনে হয় মা যেন তাঁর সঙ্গেই রয়েছেন ৷

  গত বছর ১২ জানুয়ারি মারা যান গোপা মুখ্যোপাধ্যায় ৷ জন্ডিস হয়ে মাল্টিপল অর্গ্যান ফেলিওর হয়েছিল তাঁর ৷ কয়েকদিন ভেন্টিলেশনে থাকার পর মারা যান গোপাদেবী ৷

  আরও পড়ুন: ক্যামেরার সামনে ৭ বার নগ্ন হতে হয়েছিল ! বিস্ফোরক মন্তব্য বলিউড অভিনেত্রীর

  First published:

  Tags: Mother, Swastika Mukherjee, Tollywood Actress