'শাহরুখের জন্যই প্রেম করা হল না'! এ কী বললেন স্বরা ভাস্কর? সোশ্যাল মিডিয়া তোলপাড়

Last Updated:

Swara Bhasker blames Shah Rukh Khan for ruining her love life:বছর ৩৪-এর এই অভিনেত্রী বিয়ে করেননি এখনও ৷ সেরকম একটা প্রেমের খবরও সচরাচর শোনা যায় না তাঁর ব্যাপারেb৷ তবে তাঁর ভালবাসার কথা জিজ্ঞাসা করতেই সরাসরি আদিত্য চোপড়া ও শাহরুখ খানকে দোষারোপ করলেন স্বরা ৷

#মুম্বই:  ভালবাসায় আঘাত পেয়েছেন অনেক বলিউড স্টার ৷ তবে কারও জন্য জীবন নষ্ট হওয়ার কথা সবার সামনে সচরাচর কেউ বলেননি ৷ কিন্তু সম্প্রতি শাহরুখ খানের বিষয়ে এমনই মন্তব্য করেছেন স্বরা ভাস্কর ৷ স্বরা জানিয়েছেন, শাহরুখ খান ও আদিত্য চোপড়ার জন্যই তাঁর জীবনে প্রেম আসেনি ৷ তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
বছর ৩৪-এর এই অভিনেত্রী বিয়ে করেননি এখনও ৷ সেরকম একটা প্রেমের খবরও সচরাচর শোনা যায় না তাঁর ব্যাপারে ৷ তবে তাঁর ভালবাসার কথা জিজ্ঞাসা করতেই সরাসরি আদিত্য চোপড়া ও শাহরুখ খানকে দোষারোপ করলেন স্বরা ৷
advertisement
advertisement
সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বরা জানান, আমার প্রেম জীবন নষ্ট করেছেন আদিত্য চোপড়া স্যার এবং শাহরুখ খান ৷ স্বরা আরও বলেছেন, 'দিলওয়ালে দুলহানিয়া' তাঁর জীবনের দেখা সেরা ছবি ৷ দিলওয়ালে দুলহানিয়ার 'রাজের' অপেক্ষা করতে করতেই তাঁর জীবনে প্রেম আসেনি আর ৷ স্বরার বহুদিন সময় লেগেছে এটাই বিশ্বাস করতে যে রাজ একটা কাল্পনিক চরিত্র ৷ তাই রাজের খোঁজ করতে করতেই আর প্রেম করা হল না তাঁর ৷  স্বরা  বলেন, যে তিনি সম্পর্কের ক্ষেত্রে খুব একটা ভাল মানুষ নন ৷ তিনি আরও জানান, তাঁর আর প্রেম করার মত আগ্রহ নেই ৷
advertisement
সম্প্রতি মুক্তি পাচ্ছে 'জাহান চার ইয়ার' ছবিটি ৷ ছবিটির প্রোমোশনে এসেই নিজের প্রেম জীবন নিয়ে খোলামেলা হলেন স্বরা ৷ ছবিটির প্রযোজনা করছেন কমল পান্ডে ৷ অভিনেত্রী জানিয়েছেন,  'জাহান চার ইয়ার' ছবিটি 'ভির দি ওয়েডিং' ছবিটি থেকে সম্পূর্ণ ভিন্ন ৷
advertisement
বরাবরই মেয়েদের স্বাধীনতা ও অধিকারের ব্যাপারে সরব স্বরা ৷ এর আগেও একাধিক বিষয় নিয়ে মুখ খুলে সমালোচিত হয়েছেন তিনি ৷ ১৬ সেপ্টেম্বর থিয়েটারে মুক্তি পেতে চলেছে 'জাহান চার ইয়ার' ৷ এর আগে 'ভির দি ওয়েডিং'-এ দেখা গিয়েছিল স্বরাকে ৷ ছবিটিতে স্বরার সঙ্গে শিখা তালসানিয়াকেও দেখা যাবে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'শাহরুখের জন্যই প্রেম করা হল না'! এ কী বললেন স্বরা ভাস্কর? সোশ্যাল মিডিয়া তোলপাড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement