'শাহরুখের জন্যই প্রেম করা হল না'! এ কী বললেন স্বরা ভাস্কর? সোশ্যাল মিডিয়া তোলপাড়
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
Swara Bhasker blames Shah Rukh Khan for ruining her love life:বছর ৩৪-এর এই অভিনেত্রী বিয়ে করেননি এখনও ৷ সেরকম একটা প্রেমের খবরও সচরাচর শোনা যায় না তাঁর ব্যাপারেb৷ তবে তাঁর ভালবাসার কথা জিজ্ঞাসা করতেই সরাসরি আদিত্য চোপড়া ও শাহরুখ খানকে দোষারোপ করলেন স্বরা ৷
#মুম্বই: ভালবাসায় আঘাত পেয়েছেন অনেক বলিউড স্টার ৷ তবে কারও জন্য জীবন নষ্ট হওয়ার কথা সবার সামনে সচরাচর কেউ বলেননি ৷ কিন্তু সম্প্রতি শাহরুখ খানের বিষয়ে এমনই মন্তব্য করেছেন স্বরা ভাস্কর ৷ স্বরা জানিয়েছেন, শাহরুখ খান ও আদিত্য চোপড়ার জন্যই তাঁর জীবনে প্রেম আসেনি ৷ তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
বছর ৩৪-এর এই অভিনেত্রী বিয়ে করেননি এখনও ৷ সেরকম একটা প্রেমের খবরও সচরাচর শোনা যায় না তাঁর ব্যাপারে ৷ তবে তাঁর ভালবাসার কথা জিজ্ঞাসা করতেই সরাসরি আদিত্য চোপড়া ও শাহরুখ খানকে দোষারোপ করলেন স্বরা ৷
advertisement
advertisement
সম্প্রতি একটি সাক্ষাৎকারে স্বরা জানান, আমার প্রেম জীবন নষ্ট করেছেন আদিত্য চোপড়া স্যার এবং শাহরুখ খান ৷ স্বরা আরও বলেছেন, 'দিলওয়ালে দুলহানিয়া' তাঁর জীবনের দেখা সেরা ছবি ৷ দিলওয়ালে দুলহানিয়ার 'রাজের' অপেক্ষা করতে করতেই তাঁর জীবনে প্রেম আসেনি আর ৷ স্বরার বহুদিন সময় লেগেছে এটাই বিশ্বাস করতে যে রাজ একটা কাল্পনিক চরিত্র ৷ তাই রাজের খোঁজ করতে করতেই আর প্রেম করা হল না তাঁর ৷ স্বরা বলেন, যে তিনি সম্পর্কের ক্ষেত্রে খুব একটা ভাল মানুষ নন ৷ তিনি আরও জানান, তাঁর আর প্রেম করার মত আগ্রহ নেই ৷
advertisement
সম্প্রতি মুক্তি পাচ্ছে 'জাহান চার ইয়ার' ছবিটি ৷ ছবিটির প্রোমোশনে এসেই নিজের প্রেম জীবন নিয়ে খোলামেলা হলেন স্বরা ৷ ছবিটির প্রযোজনা করছেন কমল পান্ডে ৷ অভিনেত্রী জানিয়েছেন, 'জাহান চার ইয়ার' ছবিটি 'ভির দি ওয়েডিং' ছবিটি থেকে সম্পূর্ণ ভিন্ন ৷
advertisement
বরাবরই মেয়েদের স্বাধীনতা ও অধিকারের ব্যাপারে সরব স্বরা ৷ এর আগেও একাধিক বিষয় নিয়ে মুখ খুলে সমালোচিত হয়েছেন তিনি ৷ ১৬ সেপ্টেম্বর থিয়েটারে মুক্তি পেতে চলেছে 'জাহান চার ইয়ার' ৷ এর আগে 'ভির দি ওয়েডিং'-এ দেখা গিয়েছিল স্বরাকে ৷ ছবিটিতে স্বরার সঙ্গে শিখা তালসানিয়াকেও দেখা যাবে ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
swara blamed Sahrukh alk
First Published :
September 12, 2022 9:03 PM IST