#মুম্বই: বলিউডে এখন সমকামী প্রেমের গল্প নিয়ে পর পর ছবি ৷ বক্স অফিসে এই মুহূর্তে ঝড় তুলেছ আয়ুষ্মান খুরানার শুভ মঙ্গলম জাদা সাবধান ৷ সমালোচক ও দর্শকেরা আয়ুষ্মানের এই ছবির প্রশংসায় পঞ্চমুখ ৷
এরই মধ্যে প্রকাশ্যে এল স্বরা ভাস্কর, দিব্যা দত্ত এবং শাবানা আজমির নতুন ছবি ‘শির কোরমা’র ট্রেলার ৷ যেখানে উঠে এল এক সমকামী প্রেমের গল্প ৷
‘শির কোরমা’ ছবিটি পরিচালনা করেছেন ‘শিসক’ ছবির পরিচালক ফারাজ আরিফ আনসারি ৷ প্রকাশ্যে এই ছবির ট্রেলার ৷ ট্রেলার দেখে প্রশংসা করলেন করণ জোহরও৷
দেখুন ট্রেলার---
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Divya Dutta, Romance Drama, Swara Bhaskar, Youtube