Swanand Kirkire on Animal: এই প্রজন্মের নারীদের জন্য করুণা হয়, এমন এক পুরুষ তৈরি হচ্ছে... ‘অ্যানিমাল’ দেখে বিস্ফোরক গীতিকার
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Swanand Kirkire on Animal: ‘অ্যানিমাল’-এর মতো সিনেমা দেখে ভীত, দুঃখিত স্বানন্দ। তিনি লিখলেন, ‘এই ছবিটি ভারতীয় সিনেমার ভবিষ্যৎ নির্ধারণ করবে নতুন করে, ভিন্ন, ভয়ঙ্কর এবং বিপজ্জনক দিকে।’
মুম্বই: ‘অ্যানিমাল’ নিয়ে জোর চর্চা চারদিকে। রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা অভিনীত, সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে দলে দলে লোক ভিড় করছে প্রেক্ষাগৃহে। অন্যদিকে নেটিজেনদের একাংশ ধিক্কার জানাচ্ছে উগ্র পৌরুষের এই উদযাপনকে।
এমনই সময় ছবি নিয়ে মুখ খুললেন স্বানন্দ কিরকিরের মতো প্রখ্যাত গীতিকার। নিন্দায় মুখর হলেন ছবি নিয়ে। কেন ‘অ্যানিমাল’, ‘কবীর সিং’-এর মতো ছবি সমস্যাজনক, তা নিয়ে কথা বললেন স্বানন্দ।
शांतराम की – औरत , गुरुदुत्त की – साहब बीवी और ग़ुलाम , हृषीकेश मुखर्जी की – अनुपमा , श्याम बेनेगल की अंकुर और भूमिका , केतन मेहता की मिर्च मसाला , सुधीर मिश्रा की मैं ज़िंदा हूँ , गौरी शिंदे की इंगलिश विंगलिश , बहल की क्वीन सुजीत सरकार की पीकू आदि , हिंदुस्तानी सिनेमा
— Swanand Kirkire (@swanandkirkire) December 2, 2023
advertisement
advertisement
ঋষিকেশ মুখোপাধ্যায়ের ‘অনুপমা’, গুরু দত্তের ‘সাহেব বিবি অউর গোলাম’, শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ বা ‘ভূমিকা’, গৌরী শিন্ডের ‘ইংলিশ ভিংলিশ’, বিকাশ বহেলের ‘ক্যুইন’, সুজিত সরকারের ‘পিকু’, এরকম একাধিক ভারতীয় ছবির নাম উল্লেখ করে স্বনন্দ লেখেন, ‘এইরকম অনেক ছবি আমাকে শিখিয়েছে কীভাবে একজন নারীকে সম্মান করতে হয়, তার অধিকার এবং সবকিছু বোঝার পরেও এই বয়সে এসে অনেক ভুল হয়। চিন্তাধারায় এখনও অনেক ত্রুটি রয়েছে। আমি জানি না আমি সফল হয়েছি কিনা, তবে আজও আমি নিজেকে উন্নত করার চেষ্টা করছি। সিনেমাকে অনেক ধন্যবাদ।’
advertisement
এমতাবস্থায় ‘অ্যানিমাল’-এর মতো সিনেমা দেখে ভীত, দুঃখিত স্বানন্দ। তিনি লিখলেন, ‘এই ছবিটি ভারতীয় সিনেমার ভবিষ্যৎ নির্ধারণ করবে নতুন করে, ভিন্ন, ভয়ঙ্কর এবং বিপজ্জনক দিকে।’
স্বানন্দ লেখেন, ‘আজ ‘অ্যানিমাল’ সিনেমাটি দেখার পর আজকের প্রজন্মের নারীদের জন্য করুণা হচ্ছে। এখন আপনাদের জন্য একটি নতুন পুরুষ তৈরি করা হচ্ছে, যে আরও ভয়ঙ্কর যে আপনাকে ততটা সম্মান করে না এবং যে আপনাকে বশে রাখতে চায়। আপনাকে দমন করে গর্ববোধ করে। আপনি, আজকের প্রজন্মের মেয়েরা যখন সেই সিনেমা হলে বসে রশ্মিকাকে সাধুবাদ জানাচ্ছিলেন, তখন আমি মনে মনে সমান অধিকার নিয়ে প্রতিটি ধারণাকে শ্রদ্ধা জানিয়েছিলাম। আমি হতাশ এবং দুর্বল হয়ে বাড়ি ফিরে এলাম।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 04, 2023 11:47 PM IST