Swanand Kirkire on Animal: এই প্রজন্মের নারীদের জন্য করুণা হয়, এমন এক পুরুষ তৈরি হচ্ছে... ‘অ্যানিমাল’ দেখে বিস্ফোরক গীতিকার

Last Updated:

Swanand Kirkire on Animal: ‘অ্যানিমাল’-এর মতো সিনেমা দেখে ভীত, দুঃখিত স্বানন্দ। তিনি লিখলেন, ‘এই ছবিটি ভারতীয় সিনেমার ভবিষ্যৎ নির্ধারণ করবে নতুন করে, ভিন্ন, ভয়ঙ্কর এবং বিপজ্জনক দিকে।’

‘অ্যানিমাল’ নিয়ে স্বানন্দ কিরকিরে
‘অ্যানিমাল’ নিয়ে স্বানন্দ কিরকিরে
মুম্বই: ‘অ্যানিমাল’ নিয়ে জোর চর্চা চারদিকে। রণবীর কাপুর, রশ্মিকা মন্দানা অভিনীত, সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। একদিকে দলে দলে লোক ভিড় করছে প্রেক্ষাগৃহে। অন্যদিকে নেটিজেনদের একাংশ ধিক্কার জানাচ্ছে উগ্র পৌরুষের এই উদযাপনকে।
এমনই সময় ছবি নিয়ে মুখ খুললেন স্বানন্দ কিরকিরের মতো প্রখ্যাত গীতিকার। নিন্দায় মুখর হলেন ছবি নিয়ে। কেন ‘অ্যানিমাল’, ‘কবীর সিং’-এর মতো ছবি সমস্যাজনক, তা নিয়ে কথা বললেন স্বানন্দ।
advertisement
advertisement
ঋষিকেশ মুখোপাধ্যায়ের ‘অনুপমা’, গুরু দত্তের ‘সাহেব বিবি অউর গোলাম’, শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ বা ‘ভূমিকা’, গৌরী শিন্ডের ‘ইংলিশ ভিংলিশ’, বিকাশ বহেলের ‘ক্যুইন’, সুজিত সরকারের ‘পিকু’, এরকম একাধিক ভারতীয় ছবির নাম উল্লেখ করে স্বনন্দ লেখেন, ‘এইরকম অনেক ছবি আমাকে শিখিয়েছে কীভাবে একজন নারীকে সম্মান করতে হয়, তার অধিকার এবং সবকিছু বোঝার পরেও এই বয়সে এসে অনেক ভুল হয়। চিন্তাধারায় এখনও অনেক ত্রুটি রয়েছে। আমি জানি না আমি সফল হয়েছি কিনা, তবে আজও আমি নিজেকে উন্নত করার চেষ্টা করছি। সিনেমাকে অনেক ধন্যবাদ।’
advertisement
এমতাবস্থায় ‘অ্যানিমাল’-এর মতো সিনেমা দেখে ভীত, দুঃখিত স্বানন্দ। তিনি লিখলেন, ‘এই ছবিটি ভারতীয় সিনেমার ভবিষ্যৎ নির্ধারণ করবে নতুন করে, ভিন্ন, ভয়ঙ্কর এবং বিপজ্জনক দিকে।’
স্বানন্দ লেখেন, ‘আজ ‘অ্যানিমাল’ সিনেমাটি দেখার পর আজকের প্রজন্মের নারীদের জন্য করুণা হচ্ছে। এখন আপনাদের জন্য একটি নতুন পুরুষ তৈরি করা হচ্ছে, যে আরও ভয়ঙ্কর যে আপনাকে ততটা সম্মান করে না এবং যে আপনাকে বশে রাখতে চায়। আপনাকে দমন করে গর্ববোধ করে। আপনি, আজকের প্রজন্মের মেয়েরা যখন সেই সিনেমা হলে বসে রশ্মিকাকে সাধুবাদ জানাচ্ছিলেন, তখন আমি মনে মনে সমান অধিকার নিয়ে প্রতিটি ধারণাকে শ্রদ্ধা জানিয়েছিলাম। আমি হতাশ এবং দুর্বল হয়ে বাড়ি ফিরে এলাম।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Swanand Kirkire on Animal: এই প্রজন্মের নারীদের জন্য করুণা হয়, এমন এক পুরুষ তৈরি হচ্ছে... ‘অ্যানিমাল’ দেখে বিস্ফোরক গীতিকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement