মিথ্যে সম্পর্কের চেয়ে বিচ্ছেদ ভালো: সুজান খান
Last Updated:
প্রেম, বিয়ে মিলিয়ে মোট ১৭ বছরের সম্পর্ক ৷ দুই সন্তানের মা-বাবাও ৷ তবুও সম্পর্ক নাকি যেদিকে যাচ্ছিল, তা ছিল শুধুই টিকে থাকা ৷ জোর করে বন্ধনের সুতোয় বেঁধে থাকা ৷ আর ভিতরটা একেবারে ফাঁপা !
#মুম্বই: প্রেম, বিয়ে মিলিয়ে মোট ১৭ বছরের সম্পর্ক ৷ দুই সন্তানের মা-বাবাও ৷ তবুও সম্পর্ক নাকি যেদিকে যাচ্ছিল, তা ছিল শুধুই টিকে থাকা ৷ জোর করে বন্ধনের সুতোয় বেঁধে থাকা ৷ আর ভিতরটা একেবারে ফাঁপা !
হৃত্বিক রোশনের সঙ্গে বিয়ের সম্পর্ক নিয়ে অনেকটা এরকমই মন্তব্য করেছেন সুজান খান ৷ হৃত্বিকের সঙ্গে বিচ্ছেদের পরে এতদিন ধরে চুপই ছিলেন সুজান ৷ শেষমেশ মুখ খুললেন তিনি ৷ সোজাসুজি জানালেন, বিচ্ছেদ ছাড়া আরও কোনও উপায় ছিল না ৷
সুজান জানান, ‘বহুদিন ধরেই আমার ও হৃত্বিকের মধ্যে মত পার্থক্য হচ্ছিল ৷ নিজেকে অনেক ক্ষেত্রেই মানিয়ে নিয়েছিলাম ৷ কিন্তু শেষমেশ আর পারলাম না ৷ দম বন্ধ হয়ে গেল ৷ বুঝতে পারছিলাম আমাদের মধ্যে যে ভালোবাসা ছিল, তা নেই ৷ তাই ভুয়ো বন্ধুত্বের থেকে বিচ্ছেদই ভালো ৷ মিথ্যে ভালোবাসা নিয়ে বেশিদিন একসঙ্গে থাকা যায় না !’
advertisement
advertisement
সুজান আরও বলেন, ‘তবে আমরা দু’জনেই সন্তানদের ভালোবাসি ৷ তাই মা-বাবার দায়িত্বটা এড়াতে পারি না ৷ হৃত্বিকও পারেন না ৷ তাই ছেলেদের জন্য মাঝে মধ্যেই একসঙ্গে দেখা করি ৷ রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করি ৷ আমাদের মধ্যে এখন এটুকুই রয়েছে ৷ ’
কিছুদিন আগে কঙ্গনা ও হৃত্বিকের বিতর্কে হৃত্বিকের পাশে এসেই দাঁড়িয়ে ছিলেন সুজান ৷ কঙ্গনা রানাওয়াতকেই দোষি হিসেবে বিচার করেছিলেন তিনি ৷ তবুও হৃত্বিকের সঙ্গে সম্পর্ক ঠিক করতে এখনও পিছপা সুজান খান ৷ এই বেশ ভালো আছি কায়দায় দুই সন্তানকে নিয়ে দিব্যই আছেন সুজান খান ৷
Location :
First Published :
June 12, 2016 3:14 PM IST