মিথ্যে সম্পর্কের চেয়ে বিচ্ছেদ ভালো: সুজান খান

Last Updated:

প্রেম, বিয়ে মিলিয়ে মোট ১৭ বছরের সম্পর্ক ৷ দুই সন্তানের মা-বাবাও ৷ তবুও সম্পর্ক নাকি যেদিকে যাচ্ছিল, তা ছিল শুধুই টিকে থাকা ৷ জোর করে বন্ধনের সুতোয় বেঁধে থাকা ৷ আর ভিতরটা একেবারে ফাঁপা !

#মুম্বই: প্রেম, বিয়ে মিলিয়ে মোট ১৭ বছরের সম্পর্ক ৷ দুই সন্তানের মা-বাবাও ৷ তবুও সম্পর্ক নাকি যেদিকে যাচ্ছিল, তা ছিল শুধুই টিকে থাকা ৷ জোর করে বন্ধনের সুতোয় বেঁধে থাকা ৷ আর ভিতরটা একেবারে ফাঁপা !
হৃত্বিক রোশনের সঙ্গে বিয়ের সম্পর্ক নিয়ে অনেকটা এরকমই মন্তব্য করেছেন সুজান খান ৷ হৃত্বিকের সঙ্গে বিচ্ছেদের পরে এতদিন ধরে চুপই ছিলেন সুজান ৷ শেষমেশ মুখ খুললেন তিনি ৷ সোজাসুজি জানালেন, বিচ্ছেদ ছাড়া আরও কোনও উপায় ছিল না ৷
সুজান জানান, ‘বহুদিন ধরেই আমার ও হৃত্বিকের মধ্যে মত পার্থক্য হচ্ছিল ৷ নিজেকে অনেক ক্ষেত্রেই মানিয়ে নিয়েছিলাম ৷ কিন্তু শেষমেশ আর পারলাম না ৷ দম বন্ধ হয়ে গেল ৷ বুঝতে পারছিলাম আমাদের মধ্যে যে ভালোবাসা ছিল, তা নেই ৷ তাই ভুয়ো বন্ধুত্বের থেকে বিচ্ছেদই ভালো ৷ মিথ্যে ভালোবাসা নিয়ে বেশিদিন একসঙ্গে থাকা যায় না !’
advertisement
advertisement
সুজান আরও বলেন, ‘তবে আমরা দু’জনেই সন্তানদের ভালোবাসি ৷ তাই মা-বাবার দায়িত্বটা এড়াতে পারি না ৷ হৃত্বিকও পারেন না ৷ তাই ছেলেদের জন্য মাঝে মধ্যেই একসঙ্গে দেখা করি ৷ রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া করি ৷ আমাদের মধ্যে এখন এটুকুই রয়েছে ৷ ’
কিছুদিন আগে কঙ্গনা ও হৃত্বিকের বিতর্কে হৃত্বিকের পাশে এসেই দাঁড়িয়ে ছিলেন সুজান ৷ কঙ্গনা রানাওয়াতকেই দোষি হিসেবে বিচার করেছিলেন তিনি ৷ তবুও হৃত্বিকের সঙ্গে সম্পর্ক ঠিক করতে এখনও পিছপা সুজান খান ৷ এই বেশ ভালো আছি কায়দায় দুই সন্তানকে নিয়ে দিব্যই আছেন সুজান খান ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
মিথ্যে সম্পর্কের চেয়ে বিচ্ছেদ ভালো: সুজান খান
Next Article
advertisement
'মায়েদের রান্নার জিরেতে  জিএসটি, আর হিরেতে নেই...?' 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!
'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' গর্জে উঠলেন অভিষেক!
  • 'মায়েদের রান্নার জিরেতে জিএসটি, আর হিরেতে নেই...?' অভিষেক বন্দ্যোপাধ্যায়

  • 'ওদের আছে দুটো E, আমাদের কাছে (M)3', গর্জে উঠলেন অভিষেক!

  • মোদি সরকারের নতুন জিএসটি ২.০ লাগু করা নিয়ে এবার চরম নিশানা

VIEW MORE
advertisement
advertisement