Aparajita Apu: আন্টি টু-র ষড়যন্ত্রে তাঁর প্রাণনাশের মতো অবস্থা! ভিডিয়ো শেয়ার করলেন অপু

Last Updated:

সামাজিক মাধ্যমে এই নিয়ে বেশ কিছু পোস্ট করেছেন স্বয়ং অপরাজিতা তথা অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey) ৷

কলকাতা : অন্নপূর্ণা পুজোর ভোগ নষ্ট করা থেকে ভুয়ো অ্যাডমিট কার্ড ৷ আন্টি টু-র সব ষড়যন্ত্র এখন অপুর হাতের মুঠোয় ৷ কিন্তু কী করবে সে? সব কিছু ফাঁস করে দেবে আন্টি ওয়ানের কাছে? নাকি নিজের দলে টেনে নেবে আন্টি টু-কে ? এই নিয়েই শুরু হচ্ছে ‘অপরাজিতা অপু’-র (Aparajita Apu) চমকপ্রদ একগুচ্ছ পর্বের সম্প্রচার ৷ ২৬ জুলাই থেকে ১ অগাস্ট অবধি পর পর দেখানো হবে পর্বগুলি ৷ সামাজিক মাধ্যমে এই নিয়ে বেশ কিছু পোস্ট করেছেন স্বয়ং অপরাজিতা তথা অভিনেত্রী সুস্মিতা দে (Susmita Dey) ৷
টিআরপি তালিকায় এই ধারাবাহিকটির অবস্থান উপরের দিকে ৷ লাগাতার বেশি টিআরপি উপহার দেওয়ায় অপু এবং দীপু দু’জনেই ধন্যবাদ জানিয়েছেন দর্শকদের ৷ আর্জি রেখেছেন, ধারাবাহিকের রোমাঞ্চকর পর্বগুলির সম্প্রচার দেখতে ৷ একই অনুরোধ করেছেন অপুর ‘আন্টি ওয়ান’ সোমা চক্রবর্তী এবং ‘আন্টি টু’ নন্দিনী চট্টোপাধ্যায় ৷
advertisement
ধারাবাহিকের প্লট অনুযায়ী, অপরাজিতা অপু তার শাশুড়ি অবলাকে ডাকে ‘আন্টি ওয়ান’ বলে ৷ মাসিশাশুড়ি যূথিককে বলে ‘আন্টি টু’ ৷ শ্বশুরবাড়িতে যূথিকা নানাভাবে হেনস্থা করার চেষ্টা করে অপুকে ৷ শাশুড়ির কাছে খারাপ প্রতিপন্ন করার ষড়যন্ত্র করে ৷ সেই যূথিকাকে কি পারবে অপু নিজের পাশে আনতে?
advertisement
সেই প্রশ্নের উত্তর পাওয়ার আগে অপু তথা সুস্মিতা একটি মজার ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানে ইশারা এবং অঙ্গভঙ্গিতে তিনি বলছেন, আন্টি টু ও দিৎসার কারসাজিতে তাঁর মরে যাওয়ার মতো অবস্থা হয়েছে ৷ সেই ভিডিয়োটিও উপভোগ করেছেন নেটিজেনরা ৷
প্রসঙ্গত ‘অপরাজিতা অপু’-র সম্প্রচারের সময় অর্থাৎ রাত সাড়ে আটটার সময় স্টার জলসায় শুরু হয়েছে ‘মনফাগুন’ ৷ এই ধারাবাহিকে কেন্দ্রীয় নারীচরিত্রে অভিনয় করেছেন সৃজলা গুহ ৷ ব্যক্তিগত জীবনে তিনি ‘দীপু’ অর্থাৎ রোহন ভট্টাচার্যর প্রেমিকা ৷ অর্থাৎ প্রেমিক প্রেমিকা একই স্লটে অভিনয় করছেন দু’টি ধারাবাহিকে ৷ দর্শকদের মন জয়ের লক্ষ্যে মুখোমুখি রোহন-সৃজলা ৷ তাই জনপ্রিয়তর দৌড়ে নিজেদের জায়গা ধরে রাখতে কার্পণ্য করছেন না ‘অপরাজিতা অপু’-র কুশীলবরা ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aparajita Apu: আন্টি টু-র ষড়যন্ত্রে তাঁর প্রাণনাশের মতো অবস্থা! ভিডিয়ো শেয়ার করলেন অপু
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement