Rhea Chakraborty || Sushant Singh Rajput: 'তুমি কেন ভয় পাবে?', রিয়াকে অশ্লীল ভাবে আক্রমণ সুশান্তের দিদি, শুরু নয়া বিতর্ক

Last Updated:

Rhea Chakraborty || Sushant Singh Rajput: নিছক দর্শকদের জন্যই হয়তো ছিল রিয়ার এই বার্তা। কিন্তু বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি সুশান্তের দিদি প্রিয়াঙ্কা।

রিয়াকে আক্রমণ সুশান্তের দিদি
রিয়াকে আক্রমণ সুশান্তের দিদি
মুম্বই: ফিরিলেন... তিনি ফিরিলেন...
ঘেরাটোপ ত্যাগ করেছিলেন আগেই। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছিলেন রিয়া চক্রবর্তী। এ বার শুরু এক নতুন অধ্যায়। 'রোডিজ ১৯'-এ দেখা যাবে তাঁকে। প্রোমোতে অন্য রূপে দেখা গেল রিয়াকে। ক্যামেরার সামনে তাঁকে বলতে শোনা যায়, "কী ভাবলেন? আমি ফিরব না? ভয় পেয়ে গিয়েছি? এ বার অন্যরা ভয় পাবে।"
নিছক দর্শকদের জন্যই হয়তো ছিল রিয়ার এই বার্তা। কিন্তু বিষয়টি মোটেই ভাল ভাবে নেননি সুশান্তের দিদি প্রিয়াঙ্কা। রিয়াকে পাল্টা প্রশ্ন করেন তিনি, 'তুমি কেন ভয় পাবে?' এর পরেই রিয়াকে কটাক্ষ করে 'যৌনকর্মী' আখ্যা দেন।
advertisement
advertisement
advertisement
সুশান্তের মৃত্যুর পর রিয়াকে কাঠগড়ায় তোলে অভিনেতার পরিবার। কারণ সুশান্তের মৃত্যুর আগে তাঁর সঙ্গে সম্পর্কে ছিলেন বঙ্গতনয়া। মাদক-যোগে হাজতবাসও হয় তাঁর। জামিন পাওয়ার পর নতুন জীবন শুরু করেন রিয়া। শোনা গিয়েছিল, একটি নতুন সম্পর্কেও জড়ান তিনি। এ বিষয়ে যদিও এখনও শিলমোহর বসাননি অভিনেত্রী। 'রোডিজ ১৯' তাঁর জীবনে নতুন কী আনবে? আপাতত সেটাই দেখার।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rhea Chakraborty || Sushant Singh Rajput: 'তুমি কেন ভয় পাবে?', রিয়াকে অশ্লীল ভাবে আক্রমণ সুশান্তের দিদি, শুরু নয়া বিতর্ক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement