Sushant Singh Rajput: শুধু দেখতেই এক নয়! হৃতিকের বডি ডাবলের সঙ্গে বিশেষ যোগ রয়েছে সুশান্তের, জেনে নিন

Last Updated:

Sushant Singh Rajput: হৃতিকের বডি ডাবল নাম মনসুর আলি খান। যাঁর চেহারার সঙ্গে সুশান্ত সিং রাজপুতের সাদৃশ্য আছে বলে মনে করছেন নেটিজেনরা।

শুধু দেখতেই এক নয়! হৃতিকের বডি ডাবলের সঙ্গে বিশেষ যোগ রয়েছে সুশান্তের, জেনে নিন
শুধু দেখতেই এক নয়! হৃতিকের বডি ডাবলের সঙ্গে বিশেষ যোগ রয়েছে সুশান্তের, জেনে নিন
মুম্বইঃ প্রায় তিন বছর পার। চলে গিয়েছেন সুশান্ত সিং রাজপুত। কিন্তু অভিনেতার স্মৃতি বাঁচিয়ে রেখেছেন এখনও তাঁর ভক্তরা। অনেক পুরনো ছবি এবং ভিডিও শেয়ার করেন তাঁরা। এ বার সেই ভক্তদেরই চমকে দিল নেটমাধ্যমে প্রকাশিত হৃতিক রোশনের একটি ছবি। কিন্তু সেই ছবিতে হৃতিক নন, নজর কেড়েছেন তাঁর সঙ্গে থাকা ব‍্যক্তিটি। যিনি হুবহু সুশান্ত সিং রাজপুতের মত দেখতে। এখন প্রশ্ন তিনি কে ?
এই ব্যক্তি হৃতিকের বডি ডাবল নাম মনসুর আলি খান। যাঁর চেহারার সঙ্গে সুশান্ত সিং রাজপুতের সাদৃশ্য আছে বলে মনে করছেন নেটিজেনরা। মনসুর আলি খানকে ‘বিক্রম ভেদা’ ছবিতে বহু অ্যাকশন দৃশ‍্যে হৃতিকের হয়ে মারপিট করতে দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ অন-স্ক্রিন রোম্যান্স থেকে বাস্তব জীবনে দম্পতি, দেখে নিন বি-টাউনের সেই ৭ জুটির কথা
দিল্লির মনসুর কাকার হাত ধরে মু্ম্বই পাড়ি দেন। তাঁর কাকা ২৫ বছর ধরে অ্যাকশন মাস্টার ছিলেন। মনসুর জানান, অতীতেও তাঁর ছবি ভাইরাল হয়েছিল। কিন্তু এ বার যে বিষয়টি এত সাড়া ফেলবে, তিনি ভাবতে পারেননি। তাঁর প্রথম ছবি সলমান খান অভিনীত ‘ওয়ান্টেড’। ছবিতে তিনি একজন স্টান্টম্যান ছিলেন। তার পর ‘এক থা টাইগার’ করেছেন।
advertisement
advertisement
তবে,মনসুর মনে করেন তাঁর সাফল‍্যের কারণ হৃতিক রোশন। তিনি এবং তাঁর পরিবার রোশনের ভক্ত। হৃতিকে বডি ডাবল হিসেবে তাঁর প্রথম কাজ ‘অগ্নিপথ’-এ। তারপরে ‘কাবিল’, ‘ব্যাং ব্যাং!’, ‘সুপার ৩০’, ‘ওয়ার’ এবং ‘বিক্রম ভেদা’ করেন। হৃতিক তাঁর কাজের প্রশংসা করেন এবং সব সময় উৎসাহ দেন।
advertisement
২০০৯ সালে সুশান্ত আর মনসুর একই জায়গায় মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতেন। ক্লাসে প্রায়ই দেখা হত তাঁদের। তখনও সুশান্ত টেলিভিশনে অভিনয় শুরু করেননি। তখনও অনেকেই তাঁদের চেহারা সাদৃশ্যের কথা বলতেন। দু'জনের উচ্চতাও এক। তাঁদের ব‍্যক্তিত্বও নাকি একইরকম ছিল বলে মনে হত সবার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput: শুধু দেখতেই এক নয়! হৃতিকের বডি ডাবলের সঙ্গে বিশেষ যোগ রয়েছে সুশান্তের, জেনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement