Sushant Singh Rajput Home: 'সুশান্তের ভূত দেখলেন? বাড়িটা নাকি হন্টেড?', প্রশ্নের জবাবে বিস্ফোরক নতুন ভাড়াটে নায়িকা বললেন...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Sushant Singh Rajput: গত জুনেই মুম্বইয়ের বান্দ্রায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন আদাহ শর্মা।
মুম্বই: গত জুনেই মুম্বইয়ের বান্দ্রায় প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন আদাহ শর্মা। তিনিও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন ইতিমধ্যেই। গত বছরের অন্যতম বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’-র সৌজন্যে চর্চিত নাম আদাহ শর্মা।
মুম্বইয়ে চার কামরার ওই বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিয়েছেন অভিনেত্রী। সুশান্তের ফ্ল্যাটেই থাকছেন আদাা। প্রায় পাঁচ বছরের জন্য ভাড়া নিয়েছেন অভিনেত্রী। চার মাস ধরে সেখানে থাকছেন। কেমন লাগছে অদার? জানালেন অভিনেত্রী।
আরও পড়ুন: প্রোটিনের ‘পাওয়ারহাউজ’, মাছ-মাংসকে হার মানায় এই ডাল! ঝটপট ওজন কমায়-লিভারকে রাখে যত্নে
শহরের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই অভিনেত্রী বলেন, বাড়িতে থাকতে পেরে তিনি ধন্য। তিনি বলেন, ‘দেখুন আমি খুব আশীর্বাদ প্রাপ্ত। এটি একটি সুন্দর বাড়ি। বাড়িতে প্রচুর পশুপাখি আসে। আমি পশুপাখি এবং প্রকৃতি খুব পছন্দ করি। আমি মনে করি এটি একটি খুব ইতিবাচক এবং সুন্দর জায়গা। আমি এই বাড়িতে থেকে খুব ভাগ্যবান।’
advertisement
advertisement
আরও পড়ুন: নেমপ্লেট আছে, মানুষটাই আর নেই! খাঁখাঁ করছে সোদপুরের চেম্বার, হাওয়ায় শুধু ভাসছে ‘উই ওয়ান্ট জাস্টিস’!
যে ঘর থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল, সেখানে থাকতে আদাহর ভয় করে না? অভিনেত্রী বলেন, ‘কিউ ডর লগনা চাহিয়ে? (কেন ভয় থাকা উচিত?)’ তিনি ব্যাখ্যা করেছিলেন, ‘যদি আপনি জীবনে কিছু ভুল না করে থাকেন, তাহলে ভয় পাওয়ার কোনও কারণ নেই। আপনার যদি কোনো অপরাধবোধ থাকে বা কোনো ভুল করে থাকেন, তাহলে আপনার ভয় পাওয়া উচিত। আমি এটাই বিশ্বাস করি’।
advertisement
সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা আদাহ শর্মা নিউজ ১৮ কে বলেন, ‘আমি মনে করি এখনও পর্যন্ত দর্শক, মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রি জানে যে আমি খুব ব্যক্তিগত ব্যক্তি, আমি আমার জীবনের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি যা আমি চালিয়ে যাবো কিন্তু যে অংশগুলো শেয়ার করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি সেগুলোর ব্যাপারে প্রবলভাবে সুরক্ষিত।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2024 8:22 PM IST