Sushant Singh Rajput 2nd Death Anniversary : দেখতে দেখতেই কেটে গল মৃত্যুর ২ বছর, প্রতিদিন মিস করি লিখলেন ভাগ্যহীনা রিয়া

Last Updated:

SSR Death Anniversary: সুশান্তের মৃত্যুর ২ বছর৷ তাঁর ভক্তরা যেন বিশ্বাসই করতে পারেন না সে কথা৷

#মুম্বই: সুশান্ত সিং রাজপুত নেই আজ ২ বছর৷ ২০২০, ১৪ জুন যেন অভিশপ্ত হয়ে থেকে যাবে প্রেমিকা রিয়ার জীবনে৷ প্রমিক সুশান্তের মৃত্যুতে তাঁর দিকেই উঠেছিল অভিযোগ৷ জেলেও কাটাতে হয়ে দিন৷ তারপরও এক ফোঁটা যেন কমেনি ভালবাসার আঁচ৷ সুশান্তের মৃত্যু বার্ষিকীতে তিনিই লিখলেন, প্রতিদিন তোমায় মনে পড়ে, miss you everyday. সঙ্গে পোস্ট করলেন একসঙ্গে কাটানো কিছু ভাল মুহূর্তের ছবি৷ যে ছবিতে বলে দেয় প্রেমের গভীরতার কথা, অটুট বন্ধুত্বের কথা৷
advertisement
সুশান্তের মৃত্যুর ২ বছর৷ তাঁর ভক্তরা যেন বিশ্বাসই করতে পারেন না সে কথা৷ খুবই অল্প সময় তিনি বলিউডে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটিয়েছিলেন৷ বেশ কিছু ভাল ছবি তিনি উপহার দিয়েছিলেন দর্শকদের৷ তাঁর শেষ ছবি ছিল দিল বেচারা৷ হিন্দি সিরিয়াল থেকে শুরু হয় তাঁর অভিনয়ের যাত্রা৷ তারপর বলিউড ছবিতে কাজ শুরু করেছিলেন সুশান্ত৷ তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলি কাই পো চে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী, এম এস ধোনি, পিকে, কেদারনাথ প্রমুখ৷ খুবই কম সময়ের মধ্যেই শেষ হয়ে যায় তাঁর কাজ, সকলকে চির বিদায় জানান অভিনেতা৷ নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত৷
advertisement
advertisement
সুশান্তের মৃত্যুর দু’বছরে আবেগঘন পোস্ট করেছেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি। (SSR Death Anniversary)৷ হাস্যময় এক শিশুর সঙ্গে সুশান্তের একটি ছবি পোস্ট করে শ্বেতা লিখেছেন, 'নশ্বর দেহ ছেড়ে গিয়েছ ২ বছর হল ভাই, কিন্তু তুমি অবিনশ্বর হয়ে গিয়েছ তোমার চিন্তাধারার জন্য। দয়া, মায়া ও প্রেম এই ছিলে তুমি। সকলের জন্য তুমি অনেক কিছু করতে চেয়েছিলে। তোমার শেষ না করা কাজ আমরা এগিয়ে নিয়ে যাব। ভাই, তুমি এই বিশ্বকে উন্নত করেছ, তোমার অবর্তমানে সেটাই করে যাব।' শ্বেতা আবেদন করেছেন, 'চলুন, আজ আলো জ্বালাই ও কারও মুখে হাসি ফুটিয়ে তুলি'।
advertisement
সুশান্তের মৃত্যুর কারণ কী, সেই নিয়ে ওঠে নানা প্রশ্ন৷ বলিউডে স্বজন পোষন থেকে শুরু করে ড্রাগ যোগ, একে একে সব অভিযোগ উঠে আসে৷ সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ সুশান্তের মৃত্যুর পিছনে তাঁর প্ররোচনা এবং সুশান্তের টাকা নয়-ছয় করার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়৷ প্রায় মাস খানেক তিনি জেলে ছিলেন৷ গ্রেফতার হন রিয়া ভাই শৌভিক৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sushant Singh Rajput 2nd Death Anniversary : দেখতে দেখতেই কেটে গল মৃত্যুর ২ বছর, প্রতিদিন মিস করি লিখলেন ভাগ্যহীনা রিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement